এই সময়, মালদা: গঙ্গার ভাঙনের জেরে কোনও জায়গা না পেয়ে নদীবক্ষেই বসল দুয়ারে সরকারের শিবির। কালিয়াচক–৩ ব্লক প্রশাসনের উদ্যোগে গঙ্গার উপর নৌকার মধ্যেই শিবির আয়োজিত হয়েছিল। বুধবার সকাল থেকে স্থানীয় ব্লকের বিননগর–২ গ্রাম পঞ্চায়েতের রাজনগর গঙ্গার ঘাটে নৌকায় বসা এই দুয়ারে সরকারে ব্লক প্রশাসনের কর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যেরাও।
গত বছর এই গ্রামের বিস্তীর্ণ এলাকা ভাঙনের সঙ্গে প্রতক্ষ করেছিল ভয়ঙ্কর বন্যা। রাজনগর গ্রামে মূলত মৎস্যজীবী ও দিনমজুর পরিবারের বসবাস। গঙ্গার ভাঙনে ভিটেমাটি হারিয়েছে কয়েকশো পরিবার। বহু মানুষকে সরানো হয়েছে অন্যত্র। রাজনগর গ্রামের বাসিন্দা বিনয় মণ্ডল, মালতি মণ্ডলদের বক্তব্য, ‘আসলে শিবিরের জন্য এই গ্রামে নির্দিষ্ট কোনও জায়গা নেই। সবই গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে। ফলে প্রশাসনের তরফে এ ভাবেই নৌকার ওপর শিবিরের ব্যবস্থা করা হয়েছে।’
এ দিন গঙ্গার ঘাটে ছিল পাঁচটি বড় নৌকা। বিননগর–২ গ্রাম পঞ্চায়েতে প্রধান (তৃণমূল) শিম্পা সরকার বলেন, ‘কেন্দ্র সরকার এলাকার ভাঙন প্রতিরোধে সম্পূর্ণ ভাবে উদাসীন। তাই এ ভাবেই নৌকাতে দুয়ারে সরকার করতে হয়েছে আমাদের। আমরাও দেখিয়ে দিতে চাই প্রকল্পের কোনওরকম পরিষেবা থেকে রাজ্য সরকার গরিব মানুষকে বঞ্চিত করে না।’