এই সময়: গত বছর সন্দেশখালিতে গণধর্ষণের অভিযোগের তদন্তে কলকাতা ও রাজ্য পুলিশের দুই অফিসারকে মাথায় রেখে সিট গড়ে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, কলকাতা পুলিশের হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার বীরেশ্বর চট্টোপাধ্যায় ও বসিরহাটের বাদুরিয়ার এসডিপিও পদে থাকা আইপিএস রাহুল মিশ্রকে রেখে সিট গঠন করা হলো। এই দুই অফিসারই ঠিক করবেন তদন্তদলে আর কাদের রাখা হবে।
আদালতের নির্দেশ, এক মাস অন্তর তদন্তে অগ্রগতির রিপোর্ট বসিরহাটের এসিজেএম আদালতে জমা দেবে সিট। যে সব নমুনা সংগ্রহের প্রয়োজন রয়েছে সে–সবের জন্যে ফরেন্সিক এক্সপার্টরা যাবেন ঘটনাস্থলে। প্রসঙ্গত, মামলাকারী নিগৃহীতাকে আগেই নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এ দিন বিচারপতি জানান, নিগৃহীতার পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করতে হলে রাজ্যকে বসিরহাটের এসিজেএমের কাছে আবেদন করতে হবে। তিনিই বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। আপাতত নিগৃহীতার পুলিশি নিরাপত্তা বহাল থাকবে বলে জানিয়ে দেয় হাইকোর্ট।
গত বছর সন্দেশখালিতে এক বধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণে নাম জড়ায় এলাকার এক প্রভাবশালী নেতা ও তার দলবলের। এ দিন শুনানিতে নিগৃহীতার আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ও শুভ্রজিৎ সাহা অভিযোগ করেন, গত বছর ওই ঘটনার পরই অভিযোগ জানানো হয়েছিল থানায়। কিন্তু পুলিশ কোনও তদন্তই করেনি। উল্টে অভিযুক্তরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। যদিও রাজ্যের বক্তব্য, পুলিশ তদন্ত করছে। হাইকোর্ট যদিও পুলিশের তদন্তে কতটা সত্য সামনে আসবে সে নিয়ে সংশয় প্রকাশ করেই সিট গড়ে দিয়েছে।