এই সময়: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলা ‘সেবাশ্রয়’ কর্মসূচিতে এক মাসের কম সময়ে, ২৮ দিনে রেকর্ড গড়ে পাঁচ লক্ষ মানুষের স্বাস্থ্য পরীক্ষা হলো।
ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র দিয়ে এই স্বাস্থ্য শিবির শুরু হয় ২ জানুয়ারি। ডায়মন্ড হারবার, ফলতার পর এখন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে চলছে এই শিবির। ক্যাম্প শুরুর পর থেকে বুধবার বিকেল সাড়ে ছ’টা পর্যন্ত পাঁচ লক্ষের বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন অভিষেক। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে এ দিন প্রায় ১০ হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।
এই প্রেক্ষাপটে অভিষেক এ দিন এক্স হ্যান্ডলে বলেন — ‘সেবাশ্রয় সমস্ত প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। পাঁচ লক্ষ শুধু একটা সংখ্যা নয়, এটা মানুষের বিশ্বাস ও আস্থার প্রতিফলন। সেবাশ্রয় কর্মসূচিতে মানুষ যে সাড়া দিয়েছেন, তা জনতার সেবা করতে আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।’
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা রয়েছে। এর মধ্যে বিষ্ণুপুরে আরও দু’দিন ক্যাম্প হবে। তিন বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচির প্রথম পর্ব যখন শেষ হবে, তার মধ্যে সার্বিক সংখ্যা নতুন রেকর্ড তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। ফলতায় কর্মসূচির সময়ে চিকিৎসকরা বেশ ক’জনকে ছানি অপারেশনের পরামর্শ দিয়েছিলেন। সেখান থেকে রেফার করা ৩১ জন প্রবীণ নাগরিকের বুধবার বিনা খরচে ছানি অপারেশন হয়েছে একটি চক্ষু চিকিৎসালয়ে। অপারেশনের পরে একটি রিজ়ার্ভড বাসে করে গন্তব্যে পৌঁছেও দেওয়া হয় এই প্রবীণ নাগরিকদের।
এক্স–এ অভিষেক বলেছেন — ‘এটাই সেই ডায়মন্ড হারবার, যেখানে প্রতিটি নাগরিক কোয়ালিটি কেয়ার পান। স্বাস্থ্য পরিষেবা কোনও চ্যারিটি নয়, এটা মানুষের মৌলিক অধিকার। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, কেউ যেন চিকিৎসার সুযোগ থেকে বাদ না পড়েন, কারও স্বপ্ন যে অসম্পূর্ণ না থেকে যায়।’