• পুষ্পপ্রদর্শনীতে খরচ ২৯ লক্ষ টাকা! বিতর্কে পুরসভা
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৫
  • এই সময়: শহরের বিভিন্ন প্রান্তে ঘটা করে পুষ্পপ্রদর্শনীর আয়োজন করছে কলকাতা পুরসভা। তার জন্য খরচ হবে প্রায় সাড়ে ২৯ লক্ষ টাকা। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, একদিকে যখন টাকার অভাবে শহরের অনেক জরুরি কাজকর্ম স্থগিত রাখতে হচ্ছে, তখন পুষ্পপ্রদর্শনীর জন্য কেন এত টাকা খরচ?

    পুরসভা সূত্রের খবর, এ বার বিভিন্ন বরো মিলিয়ে মোট ১৬টি ফ্লাওয়ার শো হবে। কেন্দ্রীয় ভাবে দু’টি ফ্লাওয়ার শো–র আয়োজন করবে পুরসভা। ব্যবস্থাপনার দায়িত্বে পুরসভার উদ্যান বিভাগ। প্রতিটি ফ্লাওয়ার শো–র জন্য বরাদ্দের পরিমাণ দেড় লক্ষ টাকা। যার সবটাই চলে যাবে ঠিকাদারদের হাতে।

    পুরসভার উদ্যান বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, একটা সময় ছিল যখন পুরসভার নিজস্ব নার্সারিতেই বিভিন্ন ধরনের ফুলের চাষ হতো। সেই ফুল দিয়েই শহরের বিভিন্ন জায়গায় ফ্লাওয়ার শো–র আয়োজন করা হতো। রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠানে সেই ফুল যেত। কিন্তু গত বেশ কয়েক বছর ধরেই পুরসভার নিজস্ব নার্সারিতে আর আগের মতো ফুল চাষ হচ্ছে না। সে জন্যই ফ্লাওয়ার শো করার জন্য ঠিকাদারদের উপর ভরসা করতে হচ্ছে। তার জন্য মোটা টাকা দাবি করছেন ঠিকাদাররা। উদ্যান বিভাগেরই এক আধিকারিকের কথায়, ‘ফ্লাওয়ার শোয়ে ফুলের টব ভা়ডা করার জন্য ঠিকাদারদের যে টাকা দেওয়া হয়, তা দিয়ে সমস্ত ফুলগাছ কিনে নেওয়া যাবে। তার অর্ধেক টাকা খরচ করলে পুরসভার নার্সারিতেই সেই ফুলগাছ তৈরি হতে পারে। তবু ঠিকাদারদের দিয়েই ফি–বছর ফ্লাওয়ার শো করছে পুরসভা। এটা টাকার অপচয় ছাড়া কিছু নয়।’

    কলকাতা পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, ফ্লাওয়ার শো–র জন্য যে বাজেট করা হয়েছে তার মধ্যে প্যান্ডেল, স্টেজ, সাউন্ড সিস্টেম, লাইট এবং রিফ্রেশমেন্টের খরচ ধরা রয়েছে। তিনি বলেন, ‘বহু বছর ধরে কলকাতা পুরসভার ব্যবস্থাপনায় ফ্লাওয়ার শো হয়ে আসছে। বাম আমলে বা তার আগেও এটা হতো। এটা শহরের সংস্কৃতির অঙ্গ। সেই ঐতিহ্য ধরে রাখতেই আমরা প্রতি বছর শীতে ফ্লাওয়ার শো আয়োজন করি। তাতে বহু মানুষ অংশ নেন।’

  • Link to this news (এই সময়)