ছাত্রছাত্রীদের কাছ থেকে মোটা টাকা নিয়ে প্রাইভেট টিউশন নিতে জোর অভিযোগ অধ্যাপিকার বিরুদ্ধে। আরও অভিযোগ, নির্দিষ্ট একটি প্রকাশনীর বই কেনার জন্য চাপ দিতেন তিনি। অধ্যাপিকার বিরুদ্ধে এই অভিযোগ তুলে বুধবার রাতে বিক্ষোভ দেখালেন হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজের পড়ুয়ারা। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, তাঁদের অভিযোগ খতিয়ে না দেখলে অনশন শুরু করবেন তাঁরা। যদিও কলেজের অধ্যক্ষ মাধবানন্দ সাহা জানান, অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তাঁরা একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
কী অভিযোগ পড়ুয়াদের?
বুধবার থেকেই হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজের পড়ুয়ারা অবস্থান বিক্ষোভ শুরু করেন অধ্যক্ষের ঘরের সামনে। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্ট কলেজের এক অধ্যাপিকা প্রাইভেট টিউশন নিতে এবং একটি নির্দিষ্ট প্রকাশনীর বই কেনার জন্য পড়ুয়াদের চাপ দিতেন। ছাত্রছাত্রীরা তাঁর দাবি না মানায় বুধবার তিনি ক্লাসে প্রথম বর্ষের পড়ুয়াদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। এরপরই প্রিন্সিপালের ঘরের সামনে শুরু হয় পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ।
পড়ুয়াদের আরও অভিযোগ, ওই অধ্যাপিকা দিনের পর দিন ক্লাসে আসেন না। এর আগেও বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তাঁরা। কিন্তু তাতেও কোনও সমাধান সূত্র হয়নি। কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেননি ওই অধ্যাপিকার বিরুদ্ধে। বুধবার পড়ুয়ারা হুঁশিয়ারি দেন, তাঁদের অভিযোগ নিয়ে কলেজ কর্তৃপক্ষ সদর্থক পদক্ষেপ না করলে তাঁরা অনশন শুরু করবেন।
অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস কর্তৃপক্ষের
পড়ুয়াদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষ। তিনি বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্ট খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে।’