সোনা হল আরও দামী, ভাঙল সব পুরনো রেকর্ড; জানুন আজকের Gold রেট
আজ তক | ৩০ জানুয়ারি ২০২৫
ফের চড়ল সোনার দাম। মাথায় হাত ক্রেতা, স্বর্ণ ব্যবসায়ীদেরও। লাগাতার সোনার দামবৃদ্ধিতে সোনার দোকানে ক্রেতার সংখ্যা কমেছে। খুব প্রয়োজন ছাড়া কেউ দোকানমুখো হচ্ছেন না। এবার তো সব রেকর্ড ভেঙে ৮১ হাজার টাকার গণ্ডি ছাড়িয়ে গেল ২৪ ক্যারেট সোনার দর। কলকাতায় আজ সোনার দাম আকাশছোঁয়া। একইসঙ্গে বেড়েছে ২২ ক্যারেট সোনার দামও। আজ কলকাতায় কত রয়েছে সোনার দাম? জেনে নিন।
আজ কলকাতায় সোনার দাম কত?
আজ ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার ভারতীয় বুলিয়ন বাজারে অনেকটা বেড়েছে সোনা ও রুপোর দাম। কলকাতাতেও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট গয়না সোনার দাম রয়েছে ৭৭, ৫৫০ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮১, ৬০০ টাকা। প্রতি ১০ গ্রাম সোনার দাম ৮১, ২০০ টাকা। এর সঙ্গে জিএসটি যুক্ত হবে। গয়না সোনার জন্য দিতে হবে মেকিং চার্জ। এই সময়ে সোনা কিনলে লোকসান হবে।
বর্তমান সময়ে সোনা ছেড়ে হিরের দিকে বেশি ঝুঁকছে সাধারণ মধ্যবিত্ত।
বুধবার ২৯ জানুয়ারি প্রতি ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৭৬,৭০০ টাকা। ২৪ ক্যারেট খুচরো পাকা সোনা ছিল ৮০, ৭০০ টাকা। প্রতি ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম ছিল ৮০, ৩০০ টাকা। আজ একলাফে বাড়ল দাম।
কবে কমবে দাম?
এখন সকলেরই প্রশ্ন সোনার দাম কবে নাগালের মধ্যে আসবে? এই সময়ে চলছে বিয়ের মরশুম। সামনে ভ্যালেন্টাইস ডে আসছে। আগামী ২ মাস সোনার দাম তেমন কমবে না। চৈত্র মাসে খানিকটা দাম কমবে। ডলারের দাম যতদিন না বৃদ্ধি পায় ততদিন বেশিই থাকবে সোনার দাম।