নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান-কাটোয়া শাখায় ট্রেন বৃদ্ধির দাবিতে বুধবার ডিওয়াইএফ ভাতার স্টেশনে বিক্ষোভ দেখায়। তারা দীর্ঘক্ষণ একটি লোকাল ট্রেন আটকে রাখে। এদিনের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দলের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, ট্রেনের সংখ্যা কম থাকায় এই এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েন। ট্রেন বৃদ্ধির দাবি আমরা বহুদিন ধরেই করে আসছি। কিন্তু, কর্তৃপক্ষ কোনও কিছুই কানে নেয় না। সেই কারণে এদিন রেল অবরোধ কর্মসূচি নেওয়া হয়। রেলে শূন্যপদে নিয়োগের দাবিও জানানো হয়েছে। আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আর বড় আন্দোলন করা হবে। স্থানীয় বাসিন্দারা বলেন, বর্ধমান-কাটোয়া লাইনে দুপুর এবং বিকেলের দিকে ট্রেনের সংখ্যা বাড়ানো দরকার। ভাতার, বলগোনা, কাটোয়া সহ বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ বর্ধমানে কাজের জন্য আসেন। ট্রেন কম থাকায় তাঁদের সমস্যায় পড়তে হয়।-নিজস্ব চিত্র