• কীর্ণাহারে ঘুমন্ত বধূকে ধর্ষণ, গ্রেপ্তার প্রতিবেশী
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বোলপুর: লাভপুর বিধানসভার ঠিবা পঞ্চায়েত এলাকায় এক ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের নাম সুবীর বাউরি। অভিযুক্ত যুবক ওই গৃহবধূরই প্রতিবেশী। ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে কীর্ণাহার থানার পুলিস তাকে গ্রেপ্তার করেছে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ওই গৃহবধূ ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেই সময় একা পেয়ে সুবীর গৃহবধূকে বলপূর্বক ধর্ষণ করে। তখন অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। ঘটনার পরেই সে এলাকা ছেড়ে চম্পট দেয়। এই ঘটনায় বুধবার সন্ধ্যায় কীর্ণাহার থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা গৃহবধূ। সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিস সুবীরকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)