নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: জন্মের পর থেকেই শিরদাঁড়ায় টিউমার। দু’পা অসাড়। হাঁটাচলার অসুবিধার জন্য বছর সাতাশের লাভলি খাতুন কখনও স্বপ্নেও ভাবেননি, ঘরের বাইরে বেরতে পারবেন। এই প্রথম জেলা প্রশাসনের উদ্যোগে লাভলির সেই অধরা স্বপ্ন পূরণ হল। বিনামূল্যে একটি ট্রাই সাইকেল পেয়ে আপ্লুত তিনি। লাভলির মতোই বিশেষভাবে সক্ষম বিট্টু বর্মন সহ অনেকেরই মুখে হাসি ফুটেছে সরকারি এই উদ্যোগের জন্য। লাভলির কথায়, আর্থিক অনটনে দিন গুজরান হয় পরিবারের। আমার বাবাও বয়সজনিত কারণে বাড়িতে বসা। ঘরে ছোটছোট ভাইবোন আছে। এদিন পাওয়া ট্রাই সাইকেলে চেপেই এবার পরিবারের পাশে দাঁড়াতে রোজগারের পথ খুঁজব।
জয়পুর মহাবীর বিকলাঙ্গ সহায়তায় জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার রামপুর জুনিয়র বেসিক স্কুলের মাঠে শুরু হয় জয়পুর ফুট ক্যাম্প। সেখানে লাভলি সহ অনেকের ছিলেন। যাঁরা কেউ কৃত্রিম অঙ্গ পেয়েছেন, কেউ আবার ট্রাই সাইকেল পেয়েছেন। গতবছর এই কর্মসূচি সফলভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসন স্কচ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, মহকুমাশাসক কিংশুক মাইতি প্রমুখ। জেলাশাসক জানিয়েছেন, বিশেষভাবে সক্ষমদের জন্য জেলাজুড়ে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ বিলি করার ৫ টি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তারমধ্যে তিনদিন ব্যাপী ক্যাম্প চলবে রামপুর জুনিয়র বেসিক স্কুলে। এরপর ধাপে ধাপে ইটাহার, করণদিঘি, গোয়ালপোখর-২, ইসলামপুর ব্লকে তিনদিন করে ক্যাম্প হবে। সেইসঙ্গে এই ক্যাম্প থেকে প্রতিবন্ধী ভাতার আবেদনও জানাতে পারবেন উপভোক্তারা। গতবছরও এই উদ্যোগে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। জেলা জুড়ে অন্তত ৬ হাজার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এর সুবিধা পেয়েছিল। এবার আরও বেশি সংখ্যক মানুষ এই ক্যাম্পে আসবে বলে আশা রাখছি। নিজস্ব চিত্র