• মুরারই গ্রামীণ হাসপাতালকে ১০০ বেডের স্টেট জেনারেল হাসপাতাল করা হবে, বরাদ্দ ২৪ কোটি
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রামপুরহাট: স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত হতে চলেছে মুরারই গ্রামীণ হাসপাতাল। এই হাসপাতালকে ১০০ বেডের হাসপাতাল করা হবে। যার জন্য ২৪ কোটির বেশি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ফলে আরও উন্নত চিকিৎসা পরিষেবা পেতে চলেছেন মুরারই, নলহাটি ও মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের একাংশ।  


    রাজ্যের শেষপ্রান্তে মুরারই বিধানসভা। এলাকার অধিকাংশ মানুষ পাথর শিল্পাঞ্চলের সঙ্গে যুক্ত। স্থানীয় সহ ঝাড়খণ্ড ও মুর্শিদাবাদের বহু মানুষ চিকিৎসা পরিষেবা নিতে ৬০ বেডের মুরারই গ্রামীণ হাসপাতালে আসেন। কিন্তু পরিষেবা ঠিকমতো মেলে না বলে অভিযোগ। ফলে প্রায় ৪০ কিমি দূরে রামপুরহাট মেডিক্যালের উপর ভরসায় থাকতে হয় এলাকার মানুষকে। বহু রোগী রামপুরহাটে আসার পথেই মারা যায়। স্বভাবতই স্বাস্থ্য পরিষেবা নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ এলাকার মানুষ। যত দিন যাচ্ছে ততই ক্ষোভের পাহাড় জমছে। নেই পর্যাপ্ত চিকিৎসক ও নার্স। দিন কয়েক আগেই হাসপাতালের বাথরুম থেকে সদ্যোজাত উদ্ধার হয়। হাসপাতালের বেশকিছু জায়গাও জবরদখল হয়ে গিয়েছে। কিছুদিন আগে পর্যন্ত অ্যানাস্থেটিস্টের অভাবে বন্ধ ছিল অপারেশন থিয়েটার। যদিও সেই সমস্যা মিটলেও এখনও পর্যাপ্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সাফাই কর্মীর অভাব রয়েছে। শুধুমাত্র সিজার ও লাইগেশন হয়। আই ওটি থাকলেও সার্জেনের অভাবে বন্ধ। বিল্ডিং ও স্টাফ কোয়ার্টারগুলিরও দশা অনেকটাই খারাপ। 


    এই গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল করতে এলাকার বিধায়ক মোশারফ হোসেন থেকে তৃণমূল নেতৃত্ব, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সকলেই রাজ্যের কাছে আর্জি জানান। গত বছরের নভেম্বরে বর্ধমানে রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে বসেন রামপুরহাট মেডিক্যাল কর্তৃপক্ষ। সেখানে ব্লকস্তর আর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাঝে রামপুরহাট স্বাস্থ্য জেলায় আরও একটি স্টেট জেনারেল, মহকুমা বা জেলা হাসপাতাল নির্মাণের প্রস্তাব দেন মেডিক্যাল কর্তৃপক্ষ। তার আগে গত মে মাসে মুরারই হাসপাতাল পরিদর্শনে এসে জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্তাদের নিয়ে বৈঠকে স্টেট জেনারেল হাসপাতালস্তরে উন্নীত করার আশ্বাস দেন ডিরেক্টর অব হেলথ সার্ভিসেস (স্বাস্থ্য ও ফ্যামিলি ওয়েলফেয়ার) সিদ্ধার্থ নিয়োগী। 


    অবশেষে, মঙ্গলবার রাজ্য থেকে তার অনুমোদন মিলেছে বলে জানান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, এর জন্য ২৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০১৩ সালে ইলামবাজারের জনসভা থেকে মুরারই গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতাল করার আশ্বাস দিয়েছিলেন জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুমোদন এতদিনে পেলাম। মুরারইয়ের দু’টি ব্লক ছাড়াও মুর্শিদাবাদ ও ঝাড়খণ্ডের মানুষের প্রচুর উপকার হবে। পাশাপাশি তিনি বলেন, এর আগে ইলামবাজার স্বাস্থ্যকেন্দ্রটিকে ৮০ বেডের স্টেট জেনারেল করতে দ্বিতীয় পর্যায়ের অর্থ বরাদ্দ করেছিলেন তিনি। এদিন সেখানে প্রথম পর্যায়ের কাজের জন্য আরও ১৭ কোটি টাকা বরাদ্দ করেছেন। 


    এব্যাপারে মুরারই বিএমওএইচ অভিজিৎ মণ্ডল বলেন, মঙ্গলবারই লোকাল অথরিটির কাছ থেকে অনুমোদন ও অর্থ বরাদ্দের খবর পেয়েছি। কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু আসেনি। তিনি বলেন, স্টেট জেনারেল হাসপাতাল হলে সব রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন। অপারেশন থিয়েটার-সহ সমস্ত আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকবে। এলাকার তৃণমূলের ব্লক সভাপতি বিনয় ঘোষ বলেন, মঙ্গলবারই নবান্ন থেকে ফাইল বেরিয়েছে। তাতে ১০০ বেডের মুরারই স্টেট জেনারেল হাসপাতালস্তরে উন্নীত করতে ২৪ কোটি ৫লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। মা-মাটি-মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। 
  • Link to this news (বর্তমান)