নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সরকারি বোর্ড ও নীলবাতি লাগানো কৃষিকর্তার গাড়িতে সপরিবারে পিকনিকে চালক! জানাজানি হতেই তুমুল বিতর্ক। দ্রুত পদক্ষেপ প্রশাসনের। বুধবার চালককে ওই কৃষিকর্তার অফিসে ডেকে চরম সতর্ক করা হয়। আধিকারিকদের কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান ওই চালক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য বাকি চালকদেরও সতর্ক করা হয়েছে। ফের এ ধরনের ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
অভিযোগ, কৃষিদপ্তরের অ্যাডিশনাল ডিরেক্টর (নর্থবেঙ্গল রিজিয়ন) শুভেন্দু মণ্ডলের ব্যবহার করা গাড়ি নিয়ে গত ২৬ জানুয়ারি বোদাগঞ্জে পিকনিকে যান চালক বাপ্পা সরকার। গাড়িটি যদিও ভাড়ায় নেওয়া কৃষিদপ্তরের। কিন্তু পিকনিক স্পটে সরকারি বোর্ড ও নীলবাতি লাগানো গাড়ি দেখে অনেকেই ভাবেন কৃষিকর্তা এসেছেন। কিন্তু পরে বোঝা যায়, চালক তাঁর পরিবার নিয়ে ওই গাড়ি চেপে পিকনিকে এসেছেন। বিষয়টি জানাজানি হতেই বিতর্ক দানা বাঁধে।
কৃষিদপ্তরের অতিরিক্ত অধিকর্তা (নর্থবেঙ্গল রিজিয়ন) শুভেন্দু মণ্ডল বুধবার ছুটিতে ছিলেন। ফোনে তিনি বলেন, এদিনই বিষয়টি জানতে পারি আমি। গাড়িটি আমাদের ভাড়ায় নেওয়া। তাছাড়া ঘটনাটি যেদিনের, সেদিন অফিস ছুটি ছিল। কিন্তু তা সত্ত্বেও সরকারি বোর্ড ও নীলবাতি লাগানো গাড়ি নিয়ে চালক কখনওই পিকনিকে যেতে পারেন না। এটা মোটেই ঠিক হয়নি। চালককে সতর্ক করে দেওয়া হয়েছে। বাকি চালকদেরও সজাগ করা হয়েছে। এরপর প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ওই কৃষিকর্তার অফিসের হেড ক্লার্ক জয়দেব রায় বলেন, এদিন বিষয়টি জানতে পেরেই আমরা ওই চালককে অফিসে ডেকে সতর্ক করে দিয়েছি।
এদিকে, যে চালক ওই ঘটনা ঘটান, তাঁর বক্তব্য, গাড়িটি আমার। কৃষিদপ্তরে ভাড়ায় দেওয়া রয়েছে। ২৬ জানুয়ারি ছুটির দিন থাকায় ওই গাড়িতে পরিবার নিয়ে বোদাগঞ্জের গৌরীকোণে পিকনিক করতে গিয়েছিলাম। কিন্তু গাড়িতে সরকারি বোর্ড ও নীলবাতি খুলে রাখা কিংবা ঢেকে দেওয়া উচিত ছিল। ভবিষ্যতে এমন ভুল আর হবে না। ভুলের জন্য আধিকারিকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। নিজস্ব চিত্র।