কালিয়াচকে মদের আসরে গুলি করে খুনের ঘটনায় গ্রেপ্তার দুই
বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা কালিয়াচক: মালদহের কালিয়াচকের মদের আসরে শ্যুটআউটের ঘটনায় গ্রেপ্তার হল দু’জন। ঘটনায় মূল অভিযুক্ত নিমাই ঘোষকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করেছিল পুলিস। বুধবাত তাকে এবং পাণ্ডব ঘোষ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে খবর, পাণ্ডবের কাছ থেকেই বন্দুক এনেছিল নিমাই। এদিকে গুলিবিদ্ধ নিরঞ্জন দাসের শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানান্তর করা হয় কলকাতায়। মালদহের পুলিস সুপার প্রদীপ কুমার যাদব বলেন, মোট দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে,গুলিতে মৃত প্রদীপ কর্মকারের পরিবার বৈষ্ণবনগর থানায় অভিযোগ করে। কেস নম্বর ১০২/২৫। এরপরই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। যদিও মৃতের পরিবার অভিযোগ জানানোর আগেই শ্যুটআউট কাণ্ডে তদন্ত শুরু করে মূল অভিযুক্ত নিমাইকে আটক করেছিল পুলিস। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
মদের আসরে গুলি কাণ্ডে মৃত প্রদীপ কর্মকারের আত্মীয় দেবব্রত কর্মকার অভিযোগ করেন, মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ মূল অভিযুক্ত নিমাই তার বাড়িতেই আরও চারজনকে সঙ্গে নিয়ে প্রদীপকে গুলি করে। গুলিতে গুরুতর জখম হন নিরঞ্জন নামে আরও এক ব্যক্তি।
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, প্রদীপ সহ পাঁচ অভিযুক্ত নিরঞ্জন দাসের বাড়িতে মদের আসরে বসেছিল। সেখানে মদ্যপানের সময় নিজেদের মধ্যে টাকা দেওয়া নিয়ে বচসা হয়। পরে সামাজিক কিছু বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝামেলায় জড়ায় তারা। সেই সময় মূল অভিযুক্ত নিমাই বন্দুক নিয়ে এসে তাদের তর্কাতর্কি থামাতে বলে। কিন্তু বাকিরা কথা না শুনলে নিমাই তাদের হুঁশিয়ারি দিয়ে গুলি চালিয়ে দেয়। ধৃতদের বুধবার আদালতে পেশ করে সাতদিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিস। নিমাইকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।