• তিস্তাপাড়ে তোলাবাজি, খাসির মাংসের আবদার না মেটানোয় মার-খুনের হুমকি
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তিস্তাপাড়ে তোলাবাজি। খাসির মাংসের আবদার না মেটানোয় মারধর, খুনের হুমকি। ঘটনায় বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের মহিলাদের। তিস্তার চরে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করা ওই মহিলাদের অভিযোগ, ঘটনার জেরে চরম আতঙ্কে ভুগছেন তাঁরা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিস। কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, বাসিন্দাদের অনেকে মিলে স্মারকলিপির আকারে অভিযোগপত্র জমা দিয়েছেন থানায়। বিষয়টি খতিয়ে দেখছি আমরা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    এদিন কোতোয়ালি থানায় দাঁড়িয়ে সুকান্তনগর কলোনির বাসিন্দারা বলেন, আমরা তিস্তার চরে ফসল ফলিয়ে কোনওমতে সংসার চালাই। কিন্তু কিছুদিন ধরে সেখানে তোলাবাজি চলছে। সেনপাড়ার কয়েকজন দুষ্কৃতী যখন তখন আমাদের বাড়িতে চড়াও হচ্ছে। কখনও টাকাপয়সা, কখনও আবার পিকনিকের জন্য খাঁসির মাংসের আবদার করছে। না দিতে পারলে বাড়ি থেকে গোরু-ছাগল খুলে নিয়ে যাচ্ছে। প্রতিবাদ করলে জুটছে মারধর। মহিলাদের গায়েও হাত তোলা হয়েছে। এমনকী খুনের হুমকি দেওয়া হচ্ছে। ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।


    জয়দুনি পাল নামে এক মহিলার অভিযোগ, মঙ্গলবার দুপুরে ওই তোলাবাজের দল আমাদের বাড়িতে এসে পিকনিকের জন্য পাঁচ কেজি খাসির মাংসের আবদার করে। শ্বশুর জানান, অত টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই আমার। এরপর তারা চলে যায়। ফের ওইদিন বিকেলে তারা আসে। তখন বাড়িতে আমার শ্বশুর-শাশুড়ি ছিলেন না। আমি জানাই, বাড়িতে কোনও পুরুষ নেই। এরপরই পাশের বাড়িতে বাঁধা একটা ছাগল খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই দলবল। পাড়ার লোকজন বাধা দেন। আমিও প্রতিবাদ করি। এতে আমাকে শাসানো হয়। শাসায় রাতে পিস্তল নিয়ে এসে উড়িয়ে দেব।


    কবিতা সর্দার নামে অপর এক মহিলা বলেন, আমরা তিস্তার চরে ফসল ফলাই। যখন তখন বাড়িতে এসে এভাবে টাকার জুলুম করা হলে কীভাবে ছেলেমেয়েদের নিয়ে নিশ্চিন্তে বাস করব আমরা? পুলিসকে গোটা বিষয়টি জানিয়েছি।
  • Link to this news (বর্তমান)