জেলায় একরাতে উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র-কার্তুজ, গ্রেপ্তার ৩
বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার, সংবাদদাতা, মাথাভাঙা ও দিনহাটা: কোচবিহার জেলাজুড়ে স্পেশাল ড্রাইভ চালিয়ে একরাতে তিনটি থানা এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। পুণ্ডিবাড়ি, দিনহাটা ও মাথাভাঙা থানা থেকে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও স্পেশাল ড্রাইভে উদ্ধার হয়েছে বেশকিছু বোমা। দায়ের করা হয়েছে ১৯টি মামলা। ট্রাফিক সহ বিভিন্ন ঘটনায় জরিমানা করা হয়েছে প্রায় আট লক্ষ টাকা।
পুলিস জানিয়েছে, পুণ্ডিবাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃতের নাম লিপু দাস। মাথাভাঙা ও দিনহাটা থেকে গ্রেপ্তার হয়েছে ইন্দ্রজিৎ দাস ও মজনু হক। পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও স্পেশাল ড়্রাইভে বোমা উদ্ধার করা হয়েছে। বেশকিছু মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়েছে।
মাথাভাঙা থানার পুলিস অভিযান চালিয়ে দু’টি দেশি বন্দুক, দুই রাউন্ড গুলি সহ দু’জনকে গ্রেপ্তার করেছে। অপরদিকে, নেন্দারপাড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় দু’টি সুতলি বোমা ও শীতলকুচির লালবাজার এলাকা থেকে চারটি সুতলি বোমা উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিস সুপার সন্দীপ গড়াই বলেন, ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সমস্ত বিষয় জানার চেষ্টা চলছে।
এদিকে, গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা কৃষিমেলা এলাকা থেকে মজনু হককে গ্রেপ্তার করে পুলিস। তার কাছ থেকে একটি দেশি বন্দুক ও একটি তাজা কার্তুজ উদ্ধার হয়।