• স্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প, হল না ক্লাস, বন্ধ মিড ডে মিল
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প। তারই জেরে হল না ক্লাস। বন্ধ মিড ডে মিলও। বুধবার জলপাইগুড়ি পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলের এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। কেন ওই স্কুলে এদিন ক্লাস হয়নি, তা জানতে চাওয়ার পাশাপাশি কার নির্দেশে মিড ডে মিল বন্ধ রাখা হল, তা নিয়েও স্কুল কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত তলব করেছেন তিনি। স্কুলের প্রধান শিক্ষিকার অবশ্য দাবি, দুয়ারে সরকারের ক্যাম্প করার জন্য পঞ্চায়েতের তরফে চিঠি দিয়ে তাদের কাছে ক্লাসরুম চাওয়া হয়েছিল। তাছাড়া স্কুলজুড়ে দুয়ারে সরকারের ক্যাম্পের জন্য প্যান্ডেল করা হয়। এসব দেখেই সম্ভবত পড়ুয়ারা কেউ আসেনি। ফলে ক্লাস হয়নি। হয়নি মিড ডে মিল। বিষয়টি শিক্ষাদপ্তরকে জানিয়ে দিয়েছেন তিনি। 


    দুয়ারে সরকারের ক্যাম্পের জেরে স্কুলে ক্লাস বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক ছড়িয়েছে জলপাইগুড়িতে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সিপিএম। এদিন সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা ফাঁকা মাঠে দুয়ারে সরকারের ক্যাম্প করা যেত। কিন্তু স্কুলে ক্লাস বন্ধ হয়ে গেল, মিড ডে মিল হল না, এটা মোটেই কাম্য নয়। কার কথায় এমন ঘটনা ঘটল, প্রশাসন ও জেলা শিক্ষাদপ্তরের কাছে বিষয়টি জানতে চাওয়া হবে।


    জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলে এদিন দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্প করা হয়। স্কুলে ক্লাস হচ্ছে না। এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা রেখা দত্ত বলেন, পঞ্চায়েতের তরফে চিঠি দিয়ে আমাদের জানানো হয়, দুয়ারে সরকারের ক্যাম্পের জন্য দু’টি ক্লাসরুম লাগবে। ওরা তিনটি ঘর নেয়। স্কুলে প্যান্ডেল করা হয়। আমরা শিক্ষিকারা বেলা সাড়ে দশটার মধ্যে চলে আসি। কিন্তু স্কুল ছুটি ঘোষণা না করা সত্ত্বেও, কেন এদিন পড়ুয়ারা এল না? প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষিকা বলেন, ছাত্রছাত্রীরা কেন আসেনি বলতে পারব না। আমরা স্কুল ছুটি দিইনি। এদিন মিড ডে মিল না হওয়ার বিষয়টিও স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষিকা। তিনি বলেন, যেহেতু কোনও পড়ুয়া এদিন স্কুলে আসেনি, ফলে মিড ডে মিল রান্না হয়নি। বিষয়টি শিক্ষাদপ্তরকে জানিয়ে দিয়েছি। 


    পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা ৯২ জন। মঙ্গলবারও ৫৭ জন ছাত্রছাত্রী স্কুলে এসেছিল। কিন্তু এদিন একজনও না আসায় প্রশ্ন উঠেছে। প্রাইমারি স্কুল লাগোয়া হাইস্কুলে অবশ্য এদিন ক্লাস হয়েছে।
  • Link to this news (বর্তমান)