• লোকো পাইলট ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের বিশেষ প্রশিক্ষণ
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: দুর্ঘটনা এড়াতে লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের অডিও-ভিজ্যুয়াল সেকশনাল রোড লার্নিং (এলআর) প্রশিক্ষণের ব্যবস্থা করল উত্তর-পূর্ব সীমান্ত রেল। পাঁচটি ডিভিশনেই এই আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণের ফলে লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের ট্রেন পরিচালনার ক্ষেত্রে দক্ষতা বাড়বে। এতে যাত্রী সুরক্ষা বৃদ্ধি পাবে বলে জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা।  তিনি বলেন, এই প্রশিক্ষণের ফলে লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটরা ট্রেন নিয়ে তাঁদের নির্ধারিত রুট, স্টেশন লেআউট, সিগন্যালিং সিস্টেম এবং নিরাপত্তার দিকগুলি সম্পর্কে সঠিক বাস্তব ধারণা পেয়ে যাবেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের প্রিন্সিপাল চিফ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার সন্দীপ কুমারের নেতৃত্বে  এই প্রশিক্ষণ হবে।
  • Link to this news (বর্তমান)