• ভাড়াটিয়াদের তথ্য পুলিসের পোর্টালে আপলোড করার নির্দেশ, হোটেল-লজেও মানতে হবে নিয়ম
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: জেলার হোটেল, লজে যাঁরা থাকবেন, এখন থেকে তাঁদের পরিচয়পত্র পুলিসের নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে। শুধু তাই নয়, জেলাজুড়ে যে সমস্ত বাড়িতে ভাড়াটিয়া রয়েছেন, তাঁদেরও তথ্য ওই পোর্টালে আপলোড করতে হবে বাড়ির মালিককে। কোচবিহার জেলা পুলিসের ওয়েবসাইটে এই পোর্টালটি যুক্ত করা হবে। সেখান থেকে নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্লিক করলেই তথ্য আপলোড করা যাবে।বুধবার কোচবিহারের অতিরিক্ত পুলিস সুপার কৃষ্ণগোপাল মিনা সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান। তিনি বলেন, এবিষয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এটি চালু হবে। এর জন্য গ্রামীণ এলাকায় ভিলেজ পুলিসরা তথ্য সংগ্রহের কাজ করবেন। শহর এলাকায় আগে বড় হোটেলগুলিকে এর আওতায় আনা হবে। ধীরে ধীরে ছোট-বড় সব হোটেলকেই এর আওতায় আনা হবে। এর ফলে যে কোনও অপরাধ দমন করতে সুবিধা হবে। পাশাপাশি কোনও অপরাধ হলে, তা সমাধান করতে এবং অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিসের সুবিধা হবে।জেলার অতিরিক্ত পুলিস সুপার কৃষ্ণগোপাল মিনা বলেন, কোচবিহারের হোটেল, লজে ও ভাড়াবাড়িতে থাকা ব্যক্তিদের ছবি ও তথ্য পুলিসের নির্দিষ্ট ওয়েবসাইটে থাকা পোর্টালে আপলোড করতে হবে। এতে কোথায় কে থাকছেন সেই তথ্য জানা হবে। কোনও অপরাধ হলে তার তদন্ত করতে সুবিধা হবে। হোটেল, বাড়ির মালিকদের এই তথ্য আপলোড করতে হবে।
  • Link to this news (বর্তমান)