আলিপুরদুয়ার জেলা হাসপাতাল মর্গের সামনে বায়ো মেডিক্যাল বর্জ্য সরানোর প্রক্রিয়া শুরু
বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গের সামনে প্রায় দেড় দশক ধরে জমা হওয়া বায়ো মেডিক্যাল বর্জ্য অবশেষে সরানোর প্রক্রিয়া শুরু করল স্বাস্থ্যদপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত ২২ তারিখ রাতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ওই আবর্জনা দেখে যাওয়ার পরেই এই উদ্যোগ শুরু হয়েছে। ওই আবর্জনা সরাতে রাজ্য থেকেই টেন্ডার ডাকা হবে। বুধবার আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর ভাইস চেয়ারপার্সন মাম্পি অধিকারীকে সঙ্গে নিয়ে ওই বর্জ্য ঘুরে দেখেন। পুরসভার পক্ষে এই বায়ো মেডিক্যাল বর্জ্য সরানো সম্ভব নয়। যারা জানে এমন কোনও এজেন্সিকেই এই বর্জ্য পরিষ্কারের দায়িত্ব দেওয়া হবে। স্বাস্থ্যদপ্তরের একটি সূত্র জানিয়েছে, এই বর্জ্য সরাতে তিন থেকে চার কোটি টাকা খরচ হতে পারে। বর্জ্য সরানোর কাজ সম্পূর্ণ হওয়ার পর মর্গের ওই ফাঁকা জায়গায় স্বাস্থ্যদপ্তর পার্ক বা রোগীর বাড়ির লোকজনের জন্য বিশ্রামঘর তৈরি করতে পারে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় বলেন, জেলা হাসপাতালের মর্গের সামনে ওই বর্জ্যের কথা রাজ্যকে জানানো হয়েছে। রাজ্য থেকেই এই কাজের জন্য টেন্ডার ডাকা হবে। টানা ১৪ বছর ধরে মর্গের সামনে জমে থাকা ওই বর্জ্যের গন্ধে অতিষ্ট ওয়ার্ডে ভর্তি থাকা রোগীরা। বিষয়টি নিয়ে হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক সুমন কাঞ্জিলাল বিধানসভার একাধিকবার সরব হয়েছিলেন।