• রাজ্য ভাওয়াইয়া নিয়ে কোচবিহারের নেতাদের বিরুদ্ধে তোপ ফালাকাটার তৃণমূল নেতার
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটায় রাজ্য ভাওয়াইয়া অনুষ্ঠিত না হওয়ায় কোচবিহারের তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোপ দাগলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায়। বুধবার ফালাকাটা ব্লক ভাওয়াইয়া অনুষ্ঠানের সূচনা হয় ধনিরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের খগেনহাট নাথুনিসিং হাইস্কুল প্রাঙ্গনে। অনুষ্ঠান সূচনার পরই সুভাষ কোচবিহারের তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সুভাষ মঞ্চে বলেন, রাজ্য ভাওয়াইয়ার আসর ফালাকাটায় করার দাবি জানালেও সাড়া মেলেনি। রাজ্য ভাওয়াইয়া প্রায় বছরই কোচবিহারে হয়। কোচবিহারের নেতাকর্মীরা রাজ্য ভাওয়াইয়াকে অন্যত্র পরিচালনা করতে দিতে চাইছেন না। সুভাষের মত, সব জেলায় রাজ্য ভাওয়াইয়ার আসর বসা উচিত। ফালাকাটা ব্লকে রাজ্য ভাওয়াইয়ার আসর বসলে শিল্পীরা উৎসাহ পাবে। বাম আমলে যোগেশ বর্মন মন্ত্রী থাকাকালীন ১৫ বছর আগে ফালাকাটায় রাজ্য ভাওয়াইয়ার আসর বসে। তারপর আর ফালাকাটায় রাজ্য ভাওয়াইয়ার আসর বসেনি। গতবছর রাজ্য ভাওয়াইয়ায় প্রথম তিনে ছিল ফালাকাটা ব্লক। সংস্কৃতিপ্রেমী ফালাকাটার মানুষ বহুদিন ধরে রাজ্য ভাওয়াইয়া আয়োজনে উত্সাহী। কেন ফালাকাটায় রাজ্য ভাওয়াইয়ার আসর বসবে না? প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা সুভাষ। এবিষয়ে কোচবিহার তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। কোচবিহারের পঞ্চানন অনুরাগী তথা তৃণমূল জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেছেন, আমরাও চাই সব জায়গায় রাজ্য ভাওয়াইয়ার আসর বসুক। আগে প্রস্তাব এলে সংশ্লিষ্ট মহলে তুলে ধরতাম।
  • Link to this news (বর্তমান)