গোর্খাদের প্রকৃত নেতা ছিলেন সুবাস ঘিসিং, দাবি অনীতের
বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: সুবাস ঘিসিং ছিলেন গোর্খাদের প্রকৃত নেতা। বুধবার মিরিকের মঞ্জু পার্কে সুবাস ঘিসিংয়ের দশম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন জিটিএ’র চিফ এগজিকিউটিভ অনীত থাপা। তিনি বলেন, পাহাড়ে গোর্খাদের প্রকৃত নেতা ছিলেন সুবাস ঘিসিং। তাঁকে শ্রদ্ধাজানাতেই এই অনুষ্ঠানে এসেছি।
জিএনএলএফের প্রতিষ্ঠাতা ছিলেন সুবাস ঘিসিং। এদিন মঞ্জু পার্কে তাঁর মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে জিএনএলএফ। সেখানেই তাঁর সমাধি রয়েছে। অনীত থাপা ছাড়াও অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন সাংসদ শান্তা ছেত্রী, বর্ষীয়ান সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য, বিনয় তামাং প্রমুখ উপস্থিত ছিলেন। ঘিসিংয়ের সমাধিস্থলে পুজো করেন তাঁর পুত্র তথা জিএনএলএফ নেতা মন ঘিসিং। সেখানে স্মৃতিসৌধের আবরণ উন্মোচন করা হয়। এর আগে সুবাস ঘিসিংয়ের নামে রাস্তার নামকরণও করা হয়েছে। ঘিসিংকে পদ্মশ্রী সম্মান প্রদানের দাবি উঠেছিল।