• বিধানসভায় বাজেট অধিবেশন শুরু রাজ্যপালের ভাষণ দিয়েই
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরের প্রথম অধিবেশন শুরুর দিনে বিধানসভায় আসবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর ভাষণ দিয়েই শুরু হবে বাজেট অধিবেশন। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের সঙ্গে নবান্নের বর্তমান সম্পর্কের নিরিখেই ফের এমন স্বাভাবিক প্রেক্ষাপট তৈরি হয়েছে।


    সাধারণত বছরের প্রথম অধিবেশন শুরুর দিনে সাংবিধানিক প্রধান রাজ্যপাল বক্তব্য রাখেন, এটাই প্রথা। কিন্তু গতবছর তার ব্যতিক্রম ঘটে। রাজ্যপালের বক্তব্য ছাড়াই গতবছর অধিবেশন শুরু হয়। সেবার এমন পদক্ষেপ নেওয়ার পিছনে ছিল রাজভবন এবং সরকারের মধ্যে সম্পর্কে ‘দূরত্ব’ বৃদ্ধি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। তিক্ততা অতীত, এখন রাজভবন-নবান্নের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক। ১০ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট অধিবেশনের প্রস্তুতি পুরোমাত্রায় শুরু হয়ে গিয়েছে। নিয়মমাফিক চিঠি গিয়েছে বিধানসভার সচিবালয় থেকে রাজভবনে। রাজ্যপাল বিধানসভায় এসে তাঁর বক্তব্য রাখবেন। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ১০-১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট অধিবেশন চলবে। রাজ্য বাজেট পেশ হবে ১২ ফেব্রুয়ারি। রাজ্যপালের ভাষণ ও বাজেট নিয়ে আলোচনা হবে বিধানসভার অধিবেশনে। এই পর্বের অধিবেশন শেষ হওয়ার পর কয়েকদিন বিরতি চলবে। কিছুদিন বাদে শুরু হবে দপ্তরওয়াড়ি বাজেট। ফলে রাজ্য সরকারের সমর্থনে নিজের বক্তব্যে রাজ্যপাল কোন কোন বিষয় তুলে ধরেন, তা নিয়েই চর্চা চলছে বিধায়কদের মধ্যে। সরকারের সপক্ষে রাজ্যপাল বক্তব্য রাখবেন বলেই আশা করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)