• কলকাতায় সোনার দামে রেকর্ড, ঊর্ধ্বমুখী রুপোও
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী বা঩ণিজ্য নীতি নেন, তা নিয়ে উদ্বেগে আছে গোটা বিশ্ব। সেই উদ্বেগ প্রায় প্রতিদিনই টেনে তুলছে সোনার দরকে। বিশ্ববাজারে হু হু করে চড়ছে সোনা। তার প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। যার জেরে ফের রেকর্ড গড়ল সোনার দর। কলকাতায় বুধবার ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর পৌঁছায় ৮১ হাজার ৬০০ টাকায়। মঙ্গলবারের তুলনায় ১০ গ্রাম পিছু দাম বেড়েছে ৯০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে। এদিন দিল্লিতে ১০ গ্রাম সোনার সর্বোচ্চ দর যায় ৮৩ হাজার ৭৫০ টাকা। এই দরগুলির সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ হারে জিএসটি। সোনার পাশাপাশি চড়েছে রুপোর দরও। বুধবার কলকাতায় কিলো পিছু খুচরো রুপোর দর গিয়েছে ৯০ হাজার ৯৫০ টাকা। রুপোর দর নতুন করে রেকর্ড না গড়লেও, একদিনে দাম বেড়েছে এক হাজার টাকা। 


    কেন এতটা বাড়ল সোনার দাম? বিশেষজ্ঞরা এর জন্য আমেরিকা-তত্ত্বকেই সামনে আনছেন। তাঁদের বক্তব্য, ট্রাম্প এবার কোন বাণিজ্য নীতি নিয়ে চলবেন, তা এখনও স্পষ্ট নয়। সেই দোলাচল লগ্নির বাজারে প্রভাব ফেলেছে। শেয়ার বাজারের অস্থিরতা বিনিয়োগকারীদের তুলনামূলক নিরাপদ জায়গায় লগ্নির দিকে ঠেলছে। তার জেরে চাহিদা বাড়ছে সোনার। তাই দামও বাড়ছে। পাশাপাশি আমেরিকার মূল ব্যাঙ্ক ফেডারাল রিজার্ভ সুদের হার আরও একপ্রস্থ কমাতে চলেছে বলে মনে করা হচ্ছে। সেই অনুমানও দাম বাড়াচ্ছে হলুদ ধাতুর। তবে বুধবারের দামবৃদ্ধির পিছনে মার্কিন শেয়ার বাজারের ধসকেও সামনে আনছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, এদিন মার্কিন প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারের দামে ধাক্কা লেগেছে অনেকটাই। তার জেরে তড়িঘড়ি লগ্নি সরিয়ে সোনা কিনেছেন বিনিয়োগকারীদের একটা বড় অংশ, এমনটাই মনে করা হচ্ছে। এই পরিস্থিজতিতে কেন্দ্রীয় সরকার বাজেটে সোনা নিয়ে কী ঘোষণা করে, তার দিকে তাকিয়ে স্বর্ণশিল্প মহল।
  • Link to this news (বর্তমান)