নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পঞ্চায়েত ও সমবায় দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে ফের জেলায় জেলায় যাচ্ছেন মন্ত্রী প্রদীপ মজুমদার। এই দুই দপ্তরের দ্বায়িত্বে রয়েছেন তিনি। আজ, বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া জেলা থেকে পর্যালোচনা বৈঠক শুরু করবেন তিনি। যাবেন পূর্ব ও পশ্চিম বর্ধমানেও। তাঁর সঙ্গে থাকবেন পঞ্চায়েত সচিব পি উলগানাথন সহ দপ্তরের পদস্থ কর্তারা। দপ্তরের দুই আধিকারিকও সফরে যোগ দেবেন। পঞ্চায়েত দপ্তরের ‘বাংলার বাড়ি’ সহ অন্যান্য প্রকল্পের কাজের পাশাপাশি সমবায় দপ্তরের কোনও সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের জন্যই এই সফর বলে জানা গিয়েছে।