২১ ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা, মাঘেই কলকাতা থেকে উধাও শীত!
বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের তাপমাত্রা দিনে দিনে বেড়েই চলেছে। শেষ এক সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৬-৭ ডিগ্রি বেড়ে গিয়েছে। ফলে হতাশ শীতপ্রেমীরা। পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই এবার শীতের দাপট উপভোগ করতে পারল না শহরবাসী।
আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান বলছে, আজ বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ডিগ্রি ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল, শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
শীতের এমন মুখচোরা পরিস্থিতিতে দু’দিন পরেই রয়েছে সরস্বতী পুজো। বাঙালি চার-পাঁচ বছর আগেও এই দিন দাঁতকপাটি ঠান্ডা সহ্য করে এসেছে। তবে এবার সরস্বতী পুজোয় ঠান্ডার তেমন প্রকোপ দেখার সম্ভাবনা কম। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকতে পারে। তবে, রবিবার সরস্বতী পুজোতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে বলেই মনে করছে হাওয়া অফিস।