• ভালো বাজারের আশা, হিমঘরে মজুত ৫০ হাজার কেজি গাঁদাফুল
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার দু’দিন সরস্বতী পুজো। তাই ভালো বাজার পাওয়ার আশায় কলকাতার ফুল ব্যবসায়ীরা হিমঘরে মজুত করেছেন প্রায় ৫০ হাজার কেজি গাঁদাফুল। গত বছরে এর পরিমাণ ছিল প্রায় ৩৫ হাজার কেজি। বুধবার কলকাতার জগন্নাথঘাট ফুলবাজার সূত্রে এ কথা জানা গিয়েছে।


    সারা বাংলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক জানান, উত্তর ২৪ পরগনা, নদীয়া, দুই মেদিনীপুর ও হাওড়া জেলা থেকেই বেশি পরিমাণে গাঁদা এসেছে বিভিন্ন হিমঘরে। এদিকে, ইতিমধ্যেই কলকাতার পাইকারি ফুলবাজারে বিক্রি চড়চড় করে বাড়ছে। ফুলচাষি ও ব্যবসায়ীদের বক্তব্য, আজ, বৃহস্পতিবার বিক্রির পরিমাণ আরও বাড়বে। বুধবারই বড় গাঁদার মালার চাহিদা অন্যদিনের তুলনায় অনেকটাই বেশি ছিল। পা‌ইকারি বাজারে প্রতিটি মালা বিক্রি হয়েছে ১৫ থেকে ২০ টাকায়। আর খুঁচরো বাজারে তা বিক্রি হয় ২৫, ৩০ টাকায়।


    এদিন দেখা যায় কলকাতা ও আশপাশ এলাকা থেকে অনেক খুচরো ফুল ব্যবসায়ী চার, পাঁচ বান্ডিল করে গাঁদার মালা কিনে নিয়ে যাচ্ছেন। একেকটি বান্ডিলে থাকে ২০ পিস করে গাঁদার মালা। কথা হচ্ছিল ফুল ব্যবসায়ী সজল সামন্তের সঙ্গে। তিনি বলেন, আর সরস্বতী পুজো তো প্রতিটি বাড়ি, গলিতে হয়। তাই গাঁদা ফুলের চাহিদাও থাকে বেশি। হাওড়া বাগনানের ফুলচাষি অতুল নস্কর বলেন, এবার নেতাজি জয়ন্তী ও সাধারণতন্ত্র দিবসে গাঁদা ভালো বিক্রি হয়েছে। আমাদের আশা, সরস্বতী পুজোতেও এর ভালো বাজার মিলবে। রবীন্দ্র সরণি ও শোভাবাজারের দুই খুচরো ফুল ব্যবসায়ী বিশ্বনাথ পাল ও খোকন কর্মকার বলেন, এবার বাসন্তী গাঁদার মালার চাহিদা বেশি।
  • Link to this news (বর্তমান)