জলা জমির গেরো, থানার নতুন ভবন তৈরির জায়গা পাচ্ছে না পুলিস
বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নরেন্দ্রপুর থানা ভেঙে তিনটি ভাগে ভাগ করা হবে বলে বছরখানেক আগেই ঘোষণা হয়েছিল। নাম হবে খেয়াদহ, আটঘড়া ও নরেন্দ্রপুর। দু’টি কলকাতা পুলিসের অধীনে থাকবে। নরেন্দ্রপুর থাকবে বারুইপুর পুলিস জেলার অধীনেই। নয়া দুই থানার পুলিসকর্মী সংখ্যা মঞ্জুর করেছে নবান্ন। কিন্তু নতুন থানার ভবন কোথায় হবে? তা ঠিক হয়নি। ফলে চিন্তার ভাঁজ পুলিসের শীর্ষ মহলের। খেয়াদহের বিস্তীর্ণ অঞ্চল পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডের আওতাধীন। সেখানে নির্মাণ করতে গেলে আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই হন্যে হয়ে অন্য জায়গা খুঁজছেন কলকাতা পুলিসের আধিকারিকরা। কিন্তু পাচ্ছেন না। এ কারণে থানা তৈরির কাজ একপ্রকার বিশ বাঁও জলে বলে অনেকের ধারণা।
যদিও সমস্যা শুধু জমি ঘিরে নয়। কোনও ফাঁকা বাড়ি ভাড়ায় পাওয়া যায় কি না তার খোঁজ করেছে কলকাতা পুলিস। স্থানীয় প্রশাসন কয়েকটি বাড়ি দেখিয়েও ছিল। তার মধ্যে একটির ভাড়া লক্ষাধিক টাকা। তাই সেটি বাতিল করা হয়। আর একটি গলির ভিতর ছিল। অবস্থানগত কারণে তা নাপসন্দ হয়। খেয়াদহ এক নম্বর পঞ্চায়েত অফিসের উল্টোদিকে একটি মাঠে নির্মীয়মাণ একটি বিল্ডিং এক সময় খেয়াদহ পুলিস ক্যাম্প করার জন্য চিহ্নিত হয়েছিল। কিন্তু সেটিও পছন্দ হয়নি পুলিস কর্তাদের। সূত্রের খবর, খেয়াদহ এক নম্বর পঞ্চায়েতের একটি হাসপাতালের জমিও দেখানো হয়েছিল। কিন্তু তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয় আধিকারিকদের মনে। তাই সেটিও আপাতত বাতিল। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, খেয়দহ এক ও দুই নম্বর পঞ্চায়েতে ১৭টি মৌজা রয়েছে। সবই ওয়েটল্যান্ডের অধীন। সেখানে কোনও কংক্রিটের নির্মাণ করা যাবে না। তাই সেখানে জমি নিয়ে বিল্ডিং তৈরি করে আইনি জটিলতায় পড়তে হতে পারে এই আশঙ্কায় তা নাকচ করে দিয়েছে পুলিস। জনসাধারণের সুবিধার্থে এই অঞ্চলকে কলকাতা পুলিসের আওতায় আনার কথা ঘোষণা করেছিল সরকার। কিন্তু থানা চালু কবে হবে সেই নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। আইনি গেরোয় সেখানে জমি আদৌ পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।