• নির্বিঘ্নে মাধ্যমিক,  উচ্চ মাধ্যমিকের  লক্ষ্যে রদবদল  রাজ্য শিক্ষাদপ্তরে
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বিঘ্নে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণের জন্য বুধবার মুখ্যসচিবের নেতৃত্বে নবান্নে প্রশাসনিক বৈঠক হল। আর তার পরেই রাজ্যজুড়ে ১৪টি এআই পদে রদবদল করল শিক্ষাদপ্তর। তাঁদের এডিআই বা ডিআই (অ্যাকাডেমিক) পদে প্রমোশন দিয়ে বদলি করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার তিনদিন আগে থেকে রাজ্যের সর্বত্র লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে যাতে কোনও ফোটোকপির দোকান খোলা না থাকে, তাও নির্দেশ দেওয়া হয়েছে। টোকাটুকি রুখতেই এই ব্যবস্থা। কোনও পড়ুয়া অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যদপ্তরকে। পরীক্ষার সময় যাতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকে, সেদিকেও নজর দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে। 
  • Link to this news (বর্তমান)