• মেয়াদ বাড়বে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের? জল্পনা
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৩ সালের ১ এপ্রিল থেকে চালু হয়েছিল মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্প, যার নাম মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। সেই প্রকল্প বন্ধ হতে চলেছে আগামী ৩১ মার্চ। এই সময়ের মধ্যে যাঁরা প্রকল্পটি কিনবেন, তাঁরা আগামী দু’বছর ধরে তা চালিয়ে নিয়ে যেতে পারবেন। এদিকে আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করতে চলেছেন, সেখানে কি তিনি ওই প্রকল্পটির মেয়াদ বাড়াবেন? নাকি নতুন কোনও সঞ্চয় প্রকল্প ঘোষণা করবেন, যা শুধুমাত্র মহিলাদের জন্য? এমন জল্পনা সামনে আসছে। কারণ, এই প্রকল্পটি ছাড়া মহিলাদের জন্য অন্য কোনও সরকারি সঞ্চয় প্রকল্প চালু নেই। সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু আছে কন্যা সন্তানদের জন্য, যেখানে টাকা জমাতে পারেন পুরুষ-মহিলা উভয়েই। 


    ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য বাজেটে এই স্কিমটি ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেছিলেন, কোনও মহিলা এখানে সর্বাধিক দু’লক্ষ টাকা রাখতে পারবেন। দু’বছরের মেয়াদে তিনি ওই সার্টিফিকেট কিনতে পারবেন। সুদ মিলবে বার্ষিক ৭.৫ শতাংশ হারে। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত স্কিমটি কেনা যাবে। ন্যূনতম এক হাজার টাকা দিয়ে মহিলারা প্রকল্প কিনতে পারবেন। তা কেনা যেতে পারে এক হাজার টাকার গুণিতকে। কোনও নাবালিকার নামেও এই প্রকল্পে টাকা রাখা যাবে। যদি কেউ দু’বছরের মেয়াদ শেষের আগেই টাকা তুলতে চান, তাহলে সর্বাধিক ৪০ শতাংশ পর্যন্ত তোলার অনুমতি দেওয়া হবে। সরকারের দাবি, এই প্রকল্প কিনেছেন প্রায় ৪৫ লক্ষ মহিলা। এর জনপ্রিয়তার অন্যতম কারণ, স্বল্প মেয়াদের সঞ্চয়ে ভালো সুদ। এই প্রকল্পে সঞ্চয় করলে টিডিএস বা উৎস্যমূলে কর কাটা হবে না বলেও ঘোষণা করে কেন্দ্র। বিশেষজ্ঞদের কথায়, দেশজুড়ে সঞ্চয়ে ভাটা দেখা গিয়েছে গত এক বছরেরও বেশি সময় ধরে। তা সরকারকে দুশ্চিন্তায় রেখেছে। তারই মধ্যে সাফল্য ধরে রেখেছে এই প্রকল্প। যেহেতু সরকার সঞ্চয়ে উৎসাহ দিচ্ছে, তাই এই ধরনের প্রকল্প চালু রাখলে ফল মিলবে হাতেনাতে, এমনটাই মনে করছেন তাঁরা। সরকার যদি বিকল্প কোনও প্রকল্প নিয়ে আসে, তাও মহিলাদের সঞ্চয়মুখী করবে বলে মনে করছেন তাঁরা। 
  • Link to this news (বর্তমান)