উদ্বোধনের পরদিনই বইমেলায় হাজির প্রায় ৫২ হাজার পাঠক
বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধানগর: বইমেলায় ঘুরছেন মা সরস্বতী! সকলে তাকাচ্ছেন। মোবাইলে বাড়িয়ে ছবিও তুলছেন। আর দেবী এগিয়ে যাচ্ছেন এক স্টল থেকে আর এক স্টল। আসলে, সাতসকালে কল্যাণীর বাড়ি থেকে বেরিয়েছিলেন এক দম্পতি। শিয়ালদহে নেমেই তাঁদের প্রথম গন্তব্য ছিল কুমোরটুলি। সেখানে সরস্বতী প্রতিমা কিনে তাঁরা হাজির হন বইমেলায়। স্ত্রীর কোলে প্রতিমা, স্বামীর হাতে চালচিত্র। দিব্যি ঘুরে বেড়ালেন তাঁরা। বললেন, মায়ের প্রতিমা কিনে রাখব কোথায়? তাই সঙ্গে নিয়েই ঘুরছি। বই কিনে বাড়ি ফিরব।
লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের পাশেই চওড়া রাস্তা। সেখানে বসেই আড্ডা দিচ্ছেন এক দল তরুণ-তরুণী। মোবাইল ক্যামেরায় ধরে রাখছেন বইমেলার স্মৃতি। ৫ নম্বর গেটের সামনে আস্তে আস্তে জড়ো হচ্ছেন পাঠকরা। গিটারে গান ধরেছেন একঝাঁক তরুণ। সঙ্গে করতালি। দিনভর কেনাকাটা করে যাঁরা ক্লান্ত, তাঁর প্রেস কর্নার থেকে একটু এগিয়েই পেয়ে গিয়েছেন বসার ফাঁকা জায়গা। সেখানে একটু জিরিয়ে নিচ্ছেন। লেবু চা, গরম কফিতে গলা ভিজিয়ে আবার বেরিয়ে পড়ছেন স্টলে স্টলে। সাহায্যের জন্য চোখ বুলিয়ে নিলেন নতুন মোবাইল অ্যাপে। গুগল লোকেশন খুঁজে দিচ্ছে স্টল। মঙ্গলবার উদ্বোধন, পরদিন বুধবার জমে উঠল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের হিসেবে এদিন বইমেলায় হাজির হয়েছিলেন প্রায় ৫২ হাজার পাঠক।
এদিনই দমকল বিভাগের স্টলের উদ্বোধন করেন মন্ত্রী সুজিত বসু। সঙ্গে ছিলেন দপ্তরের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। বাড়িতে যাতে আগুন না লাগে, তার জন্য কী কী আগাম প্রস্তুতি নেওয়া দরকার, তা নিয়ে সচেতন করেছেন ডিজি। আগুন লাগলে কী কী করা উচিত, তারও পাঠ দিয়েছেন তিনি। দমকল বিভাগের সাফল্যগুলি তুলে ধরেছেন মন্ত্রী। বইমেলা প্রাঙ্গণেই রোবটসহ দমকল বিভাগের কর্মীরা তাঁদের কাজ প্রদর্শনও করেন। তা দেখতেও ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।