নোদাখালি শ্যুটআউট কাণ্ডে মূল অভিযুক্ত ধৃত উলুবেড়িয়া থেকে
বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, বজবজ: নোদাখালি শ্যুটআউট কাণ্ডে অবশেষে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম সুবোধ, ওরফে রবীন্দ্র নস্কর। তাঁর সঙ্গে এই যড়যন্ত্রে জড়িত আরও তিনজন জিৎ মণ্ডল, সায়ন ভোঁড়, শুভ নস্করকেও পুলিস ধরেছে। ধৃতদের বুধবার আলিপুর আদালতে তোলা হলে সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক। এর আগে এই ঘটনায় আরও তিনজনকে পুলিস ধরেছিল। সব মিলিয়ে সাতজনকে ধরা হল।
পুলিস জানিয়েছে, রবীন্দ্র নস্করের পরিচিত একজনের মোবাইল টাওয়ারের লোকেশন ট্যাগ করে দেখা যায়, সে উলুবেড়িয়াতে আশ্রয় নিয়েছে। এরপর পুলিসের একটি দল মঙ্গলবার গভীর রাতে নদী পেরিয়ে সেখানে হানা দিয়ে রবীন্দ্রকে পাকড়াও করে। অভিযুক্ত ও অন্যরা সকলেই তৃণমূল কংগ্রেসের অনুগত।
পুলিস জানিয়েছে, অভিযুক্ত রবীন্দ্র এবং ডি রায়পুর অঞ্চলের তৃণমূল যুব সভাপতি কৃষ্ণ মণ্ডল বজবজ ২ ব্লকের বাসিন্দা। তবে দু’জনে তৃণমূলের দু’টি গোষ্ঠীর সঙ্গে থাকায় তাঁদের মধ্যে নানা বিষয়ে বিরোধ চলছিল। জনস্বাস্থ্য দপ্তরের ঠিকাদারির কাজ করেন কৃষ্ণ। সেই কাজে টাকার লেনদেন নিয়ে গোলমাল বড় আকার নেয়। দু’বছর আগেও একবার কৃষ্ণকে লক্ষ্য করে গুলি করেছিল রবীন্দ্র অনুগত লোকজন। পরবর্তীতে সরস্বতী পুজোর সময় এর বদলা নিতে কৃষ্ণর অনুগতরা রবীন্দ্রর লোকজনকে মারধর করে। এমন নানা গোলমাল চলছিলই। এবার ফের শ্যুটআউটের ঘটনা ঘটল।