• কলকাতা হাই কোর্টের এই কাজে 'অসন্তোষ'… রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
    হিন্দুস্তান টাইমস | ৩০ জানুয়ারি ২০২৫
  • কলকাতা হাই কোর্টের কাজকর্মে এবার অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস অকা এবং বিচারপতি উজ্জ্বল ভূইঞার বেঞ্চ এই নিয়ে সম্প্রতি প্রশ্ন তোলেন যে, সিঙ্গল বেঞ্চেই যেই সব মামলা শোনা যায়, তা কেন ডিভিশন বেঞ্চে যায়? শীর্ষ আদালতের কথায়, দেশের অন্যান্য হাই কোর্টে জামিন এবং আগাম জামিনের মামলা সাধারণত সিঙ্গল বেঞ্চে শোনা হয়। তবে কলকাতা হাই কোর্টে কেন এই ধরনের মামলা ডিভিশন বেঞ্চে শোনা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। এই আবহে কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের


    উল্লেখ্য, সম্প্রতি এক খুনের মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক অভিযুক্ত। এরপর সেই মামলার জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরপরই এই নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত। এই নিয়ে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে, হাই কোর্টে অনেক জামিনের মামলা দায়ের হচ্ছে এবং তা বিচারাধীন থেকে যাচ্ছে দিনের পর দিন। শুনানি হচ্ছে না। ডিভিশন বেঞ্চে সেই সব জামিনের মামলার শুনানি হলে তা সময়সাপেক্ষ হয়ে থাকে। সিঙ্গল বেঞ্চ যদি এই সব মামলা শোনে তাহলে শুনানি দ্রুত সম্পন্ন হবে। তাই কেন ডিভিশ বেঞ্চ এই কাজ করছে, এই নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম বিচারপতি।

    এহেন পরিস্থিতিতে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রারকে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। সেই রিপোর্টে জানাতে হবে, ২০২৪ সাল থেকে এখনও পর্যন্ত কলকাতা হাই কোর্টে কতগুলি জামিন এবং আগাম জামিনের মামলা দায়ের হয়েছে। ওই সময়ের কত মামলা আদালতে এখনও বিচারাধীন রয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে ২৮ ফেব্রুয়ারি। এদিকে বিচারপতি সংকটের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই বিষয়ে প্রশ্ন বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কলকাতা হাই কোর্টে আগাম জামিনের জন্যে একটি ডিভিশন বেঞ্চ বসে এবং জামিনের জন্যে অপর একটি ডিভিশন বেঞ্চ বসে। এই আবহে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে এই নিয়ে। তাই জামিন এবং আগাম জামিন মামলা সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)