• হার্ট অ্যাটাক পার্থর! হাসপাতাল সূত্রে খবর...
    ২৪ ঘন্টা | ৩০ জানুয়ারি ২০২৫
  • অয়ন শর্মা: হার্ট অ্যাটাক হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়ের। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। শারীরিক অবস্থা স্থিতিশীল তবে সংকট মুক্ত নন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনটাই খবর মুকুন্দপুরের বেসরকারি হাসপাতাল সূত্রে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল পার্থ চট্টোপাধ্য়ায়ের। কার্ডিয়লজিস্ট অনুপ খৈতান তাঁকে দেখেছেন।

    যেহেতু রক্তাল্পতার সমস্যা নিয়ে এসএসকেম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এসেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, সেই কারণে তাঁকে ডায়ালিসিস করতে হবে কিনা দেখা হচ্ছে। ৩ সদস্যের মালটি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের প্রধান ডক্টর সৌরেন পাঁজা আজ তাঁকে দেখবেন। আইটিইউ ৬ নম্বর বেডে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়কে।

    এসএসকেএম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পছন্দ হয়নি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাই তিনি ইডির বিশেষ আদালতে আবেদন জানিয়েছিলেন বেসরকারি হাসপাতালে থেকে চিকিৎসা করতে চান বলে। যে কারণে আদালতের নির্দেশে তাঁকে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসায় গঠন করা হয়েছে ৩ সদস্যের একটি মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। মেডিকেল টিমে রয়েছেন, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক সোরেন পাঁজা, হৃদরোগ বিশেষজ্ঞ অনুপ খৈতান ও নেফ্রোলজিস্ট ডাক্তার প্রতীক দাস। 

    নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই প্রথমে তাঁকে গ্রেফতার করেছিল ইডি, পরে সিবিআই। সেই থেকেএখনও জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়। বার বার জামিনের আবেদন করলেও, তা খারিজ হয়ে যায়। এরমধ্যে ২০ জানুয়ারি জেলে অসুস্থ হয়ে পড়েন পার্থ। তারপরই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ভর্তি করা হয় SSKM হাসপাতালে।

  • Link to this news (২৪ ঘন্টা)