• স্বাস্থ্যসাথী নিয়ে জনস্বার্থ মামলা, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৫
  • স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরোধিতা করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলা খারিজ করে দিল আদালত। এক এনআরআই চিকিৎসক এই মামলা করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, নির্বাচনে ফয়দা তোলার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের বাস্তব কোনও ভিত্তি নেই। বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, যেহেতু স্বাস্থ্যসাথী প্রকল্প সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত, সরকারের নির্দিষ্ট পলিসি মেনে এই প্রকল্প চালু করা হয়েছে। তাই আদালত এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না।

    মামলাকারীর অভিযোগ ছিল, স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও অনেকে তার সুবিধা পাচ্ছে না, বহু হাসপাতাল কার্ড নিতে চাইছে না। এমনকী এই প্রকল্প পুরোপুরি ভোটের চমক বলেও অভিযোগ করেন মামলাকারী।

    মামলাকারী আরও জানান, সরকার প্রতি বছর পরিবার পিছু ৫ লক্ষ টাকার বীমা দেয়। কিন্তু সব পরিবারে সদস্য সংখ্যা সমান নয়। তা হলে কেন, সব পরিবার একই অঙ্কের টাকা পাবে? আদালত জানিয়ে দেয়, যে হেতু এ প্রকল্প জনহিতে, তাই আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে না।

  • Link to this news (এই সময়)