• ‘আমাদের কী হবে?’, ট্যাংরায় হেলে পড়া বহুতল ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুরকর্মীরা
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৫
  • দেবাশিস দাস

    হেলে পড়া বহুতল ফ্ল্যাটবাড়ি ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পুলিশ ও পুরকর্মীরা। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের কাছ থেকে পরামর্শ নিয়ে বৃহস্পতিবার ট্যাংরার নির্মীয়মাণ হেলে পড়া বহুতল ভাঙতে যান তাঁরা। এলাকায় ঢুকতেই বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। বহুতলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। তাঁদের দাবি, আগে থাকার বিকল্প ব্যবস্থা করে দিতে হবে। পুনর্বাসন দিতে হবে। তার পর বাড়ি ভাঙতে দেওয়া হবে।

    ট্যাংরার ক্রিস্টোফার রোডে সম্প্রতি একটি নির্মীয়মাণ বহুতল পাশের বহুতলের দিকে হেলে পড়ে। এর পরই গত সোমবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘ট্যাংরায় হেলে পড়া নির্মীয়মাণ বহুতলটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা ভেঙে ফেলার পরামর্শ দিয়েছেন। পুরসভা ওই বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে।’

    এই নির্মীয়মাণ বহুতল ভাঙার ঘোষণার পরই, সেখানে ফ্ল্যাট বুক করা পরিবারগুলি বিক্ষোভ দেখায়। তাদের দাবি, জমানো টাকা দিয়ে এখানে ফ্ল্যাট বুক করেছেন। এখন ভেঙে দিলে তাঁদের পথে বসতে হবে। বৃহস্পতিবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হয়।

    এ দিন শুধু ওই পরিবারগুলিই নয়, বিক্ষোভ দেখান পাশের বহুতলের লোকজনও। কারণ, সেই বহুতলও হেলে রয়েছে। কলকাতা পুরসভা আগেই জানিয়েছে, নির্মীয়মাণ বহুতলটি হেলে পাশের বাড়ির দিকে ঝুঁকে পড়ায় পাশেরটিও হেলে গিয়েছে। এই বাড়ি ভাঙা হলে, তাঁদের ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়বে। বৃহস্পতিবার পুরকর্মীরা নির্মীয়মাণ বহুতলটি ভাঙতে গেলে মহিলারা প্রতিবাদ করেন। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশের টিম পৌঁছয় ঘটনাস্থলে। যদিও স্থানীয় বাসিন্দারা নিজেদের দাবিতে অনড়।

  • Link to this news (এই সময়)