• সিসিটিভি নিয়ে রাজ্যের সমস্ত থানাকে সতর্ক করল হাইকোর্ট
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৫
  • রাজ্যের থানাগুলিতে সিসিটিভির পরিস্থিতি নিয়ে ফের রাজ্যকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট। বারুইপুর জেলে চার বন্দির রহস্যমৃত্যুর অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সেখানেই সিসিটিভির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার জন্য রাজ্যের ডিজিকে নির্দেশ দেন। নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত ভাবে সমস্ত থানা থেকে রিপোর্ট চেয়ে পাঠানোর জন্য ডিজিকে পরামর্শও দেন প্রধান বিচারপতি।

    পাশাপাশি রেকর্ডিং এবং স্টোরেজ ডিভাইসগুলি ঠিকমতো কাজ করছে কি না, তাও খতিয়ে দেখার জন্য ডিজিকে নির্দেশ দেন প্রধান বিচারপতি। যদি কোনও থানা সিসিটিভি সংক্রান্ত নিয়মাবলী অমান্য করে, তাহলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করারও নির্দেশ দেন প্রধান বিচারপতি।

    বারুইপুর জেলে বিচারাধীন বন্দি হিসাবে থাকার সময় চার জনের রহস্যমৃত্যু হয়। ২০২৩ সালের মে মাসে সেই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই মামলার শুনানি চলাকালীন বৃহস্পতিবার আদালত জানিয়েছে, সিআইডি তদন্তে তারা সন্তুষ্ট নয়।

    থানার সিসিটিভি কাজ করছিল না, এই যুক্তিতে তদন্তে ফুটেজ ব্যবহার না হওয়ায় ক্ষুব্ধ হাইকোর্ট ডিজিকে বার্তা দেয়। জানিয়ে দেয়, রাজ্যের সব থানার সিসিটিভি যাতে কাজ করে, সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। সিসিটিভি চালু আছে কি না তা জানিয়ে সব থানা যাতে রাজ্যকে নিয়মিত রিপোর্ট দেয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)