• মগরাহাটে উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র, গ্রেপ্তার প্রৌঢ়
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফের দক্ষিণ ২৪ পরগনায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। বাসন্তীর পর এবার অস্ত্র উদ্ধার হল মগরাহাটে। পুলিশি অভিযানে পাঁচটি দেশি পিস্তল, একটি দেশি বন্দুক ও ৪১টি কার্তুজ উদ্ধার হয়েছে। 

    ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত মগরাহাট থানায় গোপন সূত্র মারফত খবর আসে, এক ব্যক্তির কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র রয়েছে। সেই সূত্র মারফত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি দল মগরাহাটের রঙ্গন বেড়িয়া গ্রামে গিয়ে ওই ক্তিকে আটক করে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি ওয়ান শাটার দেশি আগ্নেয়াস্ত্র ও একটি পাইপ গান সহ ৪১ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। 

    পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আবদুল্লাহ লস্কর (৫৫)৷ তার বাড়ি কালাপাহাড় চকে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এর আগেও বেআইনি অস্ত্র মজুত রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল।
  • Link to this news (আজকাল)