• ডোমকলে পুলিশের উপর হামলা, শালিমার হয়ে কেরল পালানোর সময় গ্রেপ্তার দুই ...
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ডোমকলে পুলিশের উপর হামলাকারী দুই অভিযুক্ত হাওড়া হয়ে কেরলে পালিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে শালিমার স্টেশন থেকে পুলিশের হাতে গ্রেপ্তার। তাদের নাম মাসাবুল সেখ ৪৫ এবং মলিনা বিবি বয়স ৩৫। আজ, বৃহস্পতিবার বেলায় অভিযুক্তদের নিয়ে ডোমকল রওনা দিল ডোমকল থানার পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার ডোমকলে পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার একটি ঘটনা ঘটে। অভিযুক্তদের ধরতে ময়দানে নামে পুলিশ‌। গ্রেপ্তার হয় পলাতক আসামি রানা শেখ। বাকি অভিযুক্তদের সন্ধানে শুরু হয় খোঁজ।

    বুধবার গভীর রাতে ১২৬৬০ শালিমার-নাগেরকয়েল গুরুদেব এক্সপ্রেস ধরে কেরল পালানোর পরিকল্পনা ফেঁদেছিল অভিযুক্তরা। ডোমকল থানার কাছ থেকে তথ্য পেয়ে অভিযানে নামে শালিমার জিআরপি। গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। ডোমকল থেকে রওনা দেয় পুলিশের বিশেষ টিম। বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ অভিযুক্তদের নিয়ে রওনা দেয় ডোমকল থানার পুলিশ।  

    পুলিশের একটি সূত্র জানাচ্ছে, হাঁসুয়া নিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ ছিল মাসাবুল সেখ এবং তাঁর স্ত্রী মলিনা বিবির উপর। তারপর থেকেই তাদের খোঁজ চলছিল। সূত্র মারফত খবর আসে দুই অভিযুক্ত কেরল পালাচ্ছে। সেইমতো শালিমার জিআরপির সঙ্গে যোগাযোগ করে ডোমকল পুলিশ। বুধবার রাতে ট্রেন ছাড়ার আগেই গ্রেপ্তার করা হয় মাসাবুল সেখ এবং মলিনা বিবিকে।
  • Link to this news (আজকাল)