• ফের ভারতীয় চাষীদের ফসল কেটে নেওয়ার অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে ...
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ সাম্প্রতিক পরিস্থিতিতে এবার মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি এলাকা থেকে গায়ের জোরে ভারতীয় চাষীদের জমির ফসল নষ্ট এবং চুরি করার অভিযোগ উঠল বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে। এই কাজে বাংলাদেশি নাগরিকরা তাদের দেশের সীমান্তরক্ষী বাহিনী ,বিজিবি-র মদত  পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, সম্প্রতি মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ , সুতি এবং রঘুনাথগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি 'চর' এলাকায় অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা ঢুকে ভারতীয় কৃষকদের জমি থেকে গায়ের জোরে ফসল কেটে নিয়ে গিয়েছে বা নষ্ট করে দিয়েছে। ইতিমধ্যেই ভারতীয় কৃষকরা গোটা বিষয়টি বিএসএফের ১১৫ নম্বর  ব্যাটেলিয়ানের আধিকারিকদের নজরে এনেছেন। তবে জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, কোনও চাষীর তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে , গত কয়েকদিন ধরে সুতির মহলদারপাড়া , নিমতিতার বিএসএফ ক্যাম্প সংলগ্ন দেবীপুর, রঘুনাথগঞ্জের  চর বাজিতপুর সহ বিভিন্ন এলাকায় ভারতীয় ভূখণ্ডের চর এলাকায় বাংলাদেশিরা ঢুকে পড়ছে এবং গায়ের জোরে রাতের অন্ধকারে ভারতীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল কেটে নিয়ে যাচ্ছে বা নষ্ট করে দিয়েছে। শরীফ খান নামে এক ব্যক্তি বলেন,' মূলত বাংলাদেশের চাঁইপাড়া ,খাচ্ছাপাড়া, ফকিরপাড়া সহ আরও কিছু গ্রাম থেকে থেকে বাংলাদেশি নাগরিকরা বিজিবি-র মদতে ভারতীয় ভূখণ্ডে ঢুকেছে এবং আমাদের চাষ করা বিভিন্ন ফসল রাতের অন্ধকারে কেটে নিয়ে চলে যাচ্ছে।' ভারতীয় কৃষকদের অভিযোগ, তারা দিনের বেলায়  বিএসএফের কাছে নিজেদের জমির দলিল, আধার কার্ড বা ভোটার কার্ড রেখে চরের জমিতে ফসল চাষ করতে যান।

    তবে বিএসএফের তরফ থেকে রাতে ভারতীয়দের চরের জমিতে ফসল পাহারা দেওয়ার জন্য থাকতে দেওয়া হয় না। সেই সুযোগ নিয়ে বাংলাদেশিরা এখন বিজিবি-র মদতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে পটল ,ডাল শস্য, সর্ষে, কলা সহ আরও নানা ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। ব্রজ সরকার নামে অপর এক চাষি অভিযোগ করেন,' মাঝেমধ্যেই বাংলাদেশি চাষীরা প্রচুর সংখ্যক গবাদি পশু ভারতীয়দের জমিতে ঢুকিয়ে দিচ্ছে এবং গরু -ছাগল -মোষ ভারতীয় চাষীদের উৎপন্ন ফসল খেয়ে নিচ্ছে। এর ফলে আমরা বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছি। ' চাষিদের অভিযোগ, এর আগে বাংলাদেশিরা মাঝেমধ্যে এই ধরণের বেআইনি কাজ করলেও  সম্প্রতি ভারত-বাংলাদেশ সম্পর্কের আবহে এই ধরণের ঘটনার সংখ্যা বেড়ে গিয়েছে।
  • Link to this news (আজকাল)