• তারকেশ্বরে উত্তেজনা, দুয়ারে সরকার শিবিরে প্রবল বিশৃঙ্খলা
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৫
  • মিলটন সেন, হুগলি: দুয়ারে সরকার শিবিরে বিশৃঙ্খলা। টেবিল পেতে পরিষেবা দেওয়া নিয়ে দুই গোষ্ঠীর বিবাদে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে  হুগলি গ্রামীন পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দুয়ারে সরকার শিবিরের ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার তারকেশ্বরের নাইটা-মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্ররামপুর হাইস্কুলে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, বুধবার থেকে নাইটা-মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্র রামপুর হাইস্কুলে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির।ওই দিন নির্বিঘ্নে শিবির পরিচালিত হয়। তবে বৃহস্পতিবার সকালে শিবির শুরু হতেই এলাকার দুই গোষ্ঠীর বিবাদ শুরু হয়। মূলত অঞ্চলের বাসিন্দাদের স্থানীয় কোন গোষ্ঠী পরিষেবা দেবে তা নিয়েই বিবাদ চরমে ওঠে। বিবাদমান দুই পক্ষ মধ্যে লাঠালাঠিতে জড়িয়ে পড়ে।

    দুয়ারে সরকারের ক্যাম্পে গন্ডগোল হচ্ছে খবর পেয়ে ঘটনা স্থলে যান হুগলির গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার, তারকেশ্বরের সিআই-সহ বিশাল পুলিশ বাহিনী। হুগলি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় জানান, নিজেদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তবে শিবিরের র মধ্যে কোনও রাজনৈতিক দলের নেতা, কর্মীর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    বিশাল পুলিশ মোতায়েনের পর ফের শুরু হয় দুয়ারে সরকার শিবির। 
  • Link to this news (আজকাল)