স্যালাইন প্রস্তুতকারক সংস্থাকে শো-কজ, এখনই উৎপাদন বন্ধের নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দফতর ...
আজকাল | ৩০ জানুয়ারি ২০২৫
আজকালও ওয়েবডেস্ক: রাজ্যে বিগত বেশ কিছুদিন ধরে চলছিল রিঙ্গার ল্যক্টেড (RL) নিয়ে বিতর্ক। মেদিনীপুর জেলা কলেজ ও হাসপাতালে এক প্রসুতির মৃত্যু এবং চারজনের গুরুতর অসুস্থতায় বিষ স্যালাইন (RL) যোগ অভিযোগ ওঠে। তা নিয়ে সাতজন জুনিয়র ডাক্তারকেও সাসপেন্ড করা হয় মেদিনীপুর কলেজ ও হাসপাতালের। এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার তথা স্বাস্থ্য দফতর।
কেন্দ্র সরকারের বিশেষ কমিটি সিডিএসসিও দিল্লি ও পূর্ব বিভাগ এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোলের যৌথ উদ্যোগে রাজ্য সরকারের স্টেট ড্রাগ কন্ট্রোল উৎপাদন কেন্দ্র ফার্মা ইম্পেক্স ল্যাবটারিজে ইন্সপেকশন হয় চলতি মাসের ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। রাজ্য সরকার স্পষ্টত জানিয়ে দেয়, অতি শীঘ্রই তাদের যাবতীয় ওষুধ উৎপাদন বন্ধ করে দিতে হবে। অর্থাৎ, এই সংস্থা আর নতুন করে কোনও উৎপাদন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নোটিস দিয়ে বন্ধ হয়, ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিটিক্যালসের প্রোডাকশন এবং তার ২২ দিনের মধ্যেই পুনরায় নোটিস দিয়ে বন্ধ করা হল আরও একটি স্যালাইন-সহ ঔষধ প্রস্তুতকারক কোম্পানির উৎপাদন। একই সঙ্গে শোকজের নোটিস জারি করল রাজ্য সরকার।