• জেল থেকে টাকা চেয়ে মক্কেলের ফোন, থানার দ্বারস্থ আইনজীবী
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: টাকা চেয়ে জেল থেকে মক্কেলের ফোন পেলেন বনগাঁ আদালতের এক আইনজীবী। দীপাঞ্জয় দত্ত নামে ওই আইনজীবীর অভিযোগ, চলতি মাসে দমদম সেন্ট্রাল জেল থেকে তাঁর মক্কেল সঞ্জয় বোস একটি নম্বর থেকে তাঁকে ফোন করে টাকা চান। সঞ্জয়কে বনগাঁ আদালত ২৪ জানুয়ারি জেল হেফাজতে পাঠায় এবং এরপর ২৭ জানুয়ারি তাঁর কাছে এই ফোন আসে। অভিযোগ, ফোনে সঞ্জয় তাঁকে জানান, ২৫ হাজার টাকা না পেলে তাঁর উপর মানসিক ও শারীরিক নিপীড়ন করা হবে বলেও জানান। ঠিক এভাবেই ফোন করে সঞ্জয়ের এক নিকটাত্মীয়ের থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয় বলে তিনি জানান। 

    বিষয়টি নিয়ে আইনজীবী বনগাঁ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন এবং আদালতের নির্দেশে তিনি বৃহস্পতিবার বনগাঁ সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত, এর আগেও জেল হেফাজতে থাকাকালীন বা সাজাপ্রাপ্ত আসামিরা বাইরে ফোন করে টাকা চেয়েছে বা হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আটকাতে রাজ্য কারা দপ্তর নজরদারি আরও বাড়িয়েছে। যেখানে হঠাৎ হঠাৎ ওয়ার্ডে তল্লাশি বা আদালত থেকে ফেরার পর ফের আবার আসামিরা যখন জেলে প্রবেশ করছে তখন তাদের ভালোরকম তল্লাশি চালানোর মতো বিষয়গুলি রয়েছে। কিন্তু তারপরও যে পুরোপুরি বন্ধ করা যায়নি তার আভাস পাওয়া গিয়েছে বনগাঁ আদালতের এই আইনজীবীর অভিযোগে। 

    বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে ওই আইনজীবী বলেন, একজন জেলবন্দির কাছে কীভাবে ফোন যায়। যেভাবে টাকা চাওয়া হচ্ছে সেটাও তো আইনবিরোধী। গোটা ঘটনার যথাযথ তদন্তের দাবি তুলেছেন তিনি।
  • Link to this news (আজকাল)