• দিনেদুপুরে এটিএম লুট করার চেষ্টা, পাকড়াও ২ ‘গুণধর’
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দুর্গাপুর: দিনেদুপুরে এটিএম লুট করতে এসে পুলিসের হাতে গ্রেপ্তার হল দুই দুষ্কৃতী। আজ, বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার বিধাননগর এলাকায়। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত ২ দুষ্কৃতী ভিন রাজ্যের বলে জানা গিয়েছে।


    পুলিস সূত্রে খবর, নিউ টাউনশিপ থানার বিধাননগর পুলিস ফাঁড়ির অদূরে এডিডিএ মার্কেটে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম রয়েছে। আজ, বৃহস্পতিবার সাড়ে ১০টা নাগাদ দু'জন দুষ্কৃতী বাইক নিয়ে ওই এটিএমে আসে। স্ক্রু ড্রাইভার দিয়ে এটিএম মেশিন খোলার চেষ্টা করে তারা। কিন্তু বিষয়টি এটিএম-এর একজন সাফাইকর্মীর নজরে পড়তেই তিনি চোর চোর বলে চিৎকার করে ওঠেন। আর এতেই দু'জন দুষ্কৃতী চম্পট দেওয়ার চেষ্টা করে।


    তবে ছাড়ার পাত্র নন সাফাইকর্মীও। তিনি তৎপরতার সঙ্গে একজন দুষ্কৃতীকে তাড়া করেন। এক ফুল বিক্রেতার সহযোগিতায় দুষ্কৃতীকে পাকড়াও করে সাফাই কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। এরপর সিসিটিভি ফুটেজ দেখে অপর দুষ্কৃতীকেও পাকড়াও করা হয়।
  • Link to this news (বর্তমান)