• পূর্ণ হল না পুণ্যস্নানের স্বপ্ন! মেয়ে-জামাইদের সঙ্গে প্রয়াগরাজে গিয়ে পদপিষ্ট শালবনীর বৃদ্ধা
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু সংবাদ শুনে পাড়া-পড়শি অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কিন্তু, তাই বলে যে প্রতিবেশীর চরম পরিণতির কথা শুনতে হবে, তা ভাবতে পারেননি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর গোদাপিয়াশাল এলাকার বাসিন্দারা। মেয়ে-জামাইদের সঙ্গে কুম্ভমেলায় গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে শালবনীর এক বৃদ্ধার। বুধবার সকালে তাঁর দেহ শনাক্ত করেছে পরিবার।


    জানা গিয়েছে, পুণ্যলাভের উদ্দেশ্যে দুই মেয়ে, দুই জামাই, বউমা এবং নাতনিকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিয়েছিলেন ৭৮ বছরের উর্মিলা ভূঁইয়া। বিরল যোগে অনুষ্ঠিত কুম্ভ মেলায় পৌঁছেও গিয়েছিলেন তাঁরা। বৃদ্ধার সাধ ছিল শেষ বয়সে এসে একবার ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন। কিন্তু তাঁর সেই সাধ আর পূরণ হল না। ভিড়ের দাপটে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধার।


    জানা গিয়েছে, দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ বৃদ্ধার কোনও খোঁজ পায়নি পরিবার। পরে বুধবার সকালে প্রয়াগরাজে অবস্থিত মতিলাল নেহেরু মেডিক্যাল কলেজের মর্গে গিয়ে তাঁর দেহ শনাক্ত করেছেন নাতনি মৌমিতা মাহাতো। জানানো হয়েছে,  স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সে করে বৃদ্ধার দেহ নিয়ে আসা হবে খড়্গপুর শহরে। সেখান থেকে দেহ নিয়ে শালবনীর বাড়িতে যাবে পরিবার। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
  • Link to this news (বর্তমান)