• স্কুলে ক্যাম্প চললেও করাতে হবে ক্লাস, নির্দেশ জলপাইগুড়ির প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: স্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প চললেও সকালে ক্লাস করাতেই হবে। কোনওভাবেই বন্ধ রাখা যাবে না স্কুল। এমনকী বন্ধ করা যাবে না মিড-ডে মিলও। আজ, বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামলকুমার রায়। গতকাল পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলে দুয়ারের সরকারের ক্যাম্পের জন্য পড়াশোনায় সমস্যা দেখা দেয় বলে স্থানীয়দের অভিযোগ। অভিযোগ, বন্ধ রাখা হয় ক্লাসও। এমনকী মিড-ডে মিলও হয়নি সেদিন। এই নিয়ে তুমুল বিতর্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন ও জেলা শিক্ষাদপ্তর। সেই ঘটনায় এদিন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক বলেন, পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকার কাছে বিষয়টির কৈফিয়ৎ চাওয়া হয়েছে। আগামীকাল ৩১ জানুয়ারি প্রধান শিক্ষিকার অবসর গ্রহণ। ফলে আগামীকালের মধ্যেই তাঁকে রিপোর্ট জমা করতে হবে। পাশাপাশি এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য স্কুল পরিদর্শকদেরও জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, যদি কোনও স্কুলে দুয়ারের সরকারের ক্যাম্প হয় সেক্ষেত্রে সকালে ক্লাস করাতেই হবে। কোনওভাবেই পড়াশোনা যাতে ব্যাহত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
  • Link to this news (বর্তমান)