সংবাদদাতা, মাথাভাঙা: আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। আজ, বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রামপঞ্চায়েত এলাকার বড় কাউয়ারডারার মাঝেরটারিতে। পরিবার সূত্রে খবর, এদিন বাড়ির লোকজন ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন। সেই সময়েই কোনওভাবে ঘরে আগুন লাগে। খবর পেয়ে মাথাভাঙা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন অকুস্থলে পৌঁছয়। এরপর দীর্ঘক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির মালিক শ্যামল অধিকারী জানান, ঘরে রাখা প্রায় পাঁচ লক্ষ টাকা সোনার গয়না, বাইক, ফ্রিজ-সহ সমস্ত কিছুই আগুনে পুড়ে গিয়েছে। তবে কী করে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে দমকল ও মাথাভাঙা থানার পুলিস কর্মীরা।