পূর্ণকুম্ভে গিয়ে মর্মান্তিক পরিণতি! পদপিষ্ট হয়ে মৃত্যু বাংলার দুই মহিলার
বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যোগীরাজ্যে কুম্ভমেলায় পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হল বাংলার দুই মহিলার। পুণ্যলাভের আশায় পুণ্যস্নান করতে যাওয়াই কাল হল তাঁদের। অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল বাংলার দুই মহিলার। মৃতদের একজনের বাড়ি খোদ কলকাতা শহরে ও অপর জন পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা। মৃত্যুর খবর আসার পরেই দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, কলকাতার বিজয়গড়ের বাসিন্দা বাসন্তী পোদ্দার (৬৫) ছেলে, মেয়ে ও বোনের সঙ্গে প্রয়াগরাজে মৌনি অমাবস্যার তিথিতে পুণ্যস্নানের আশায় গিয়েছিলেন। পদপিষ্ট হওয়ার ঘটনার সময় তাঁরা সেখানেই ছিলেন। ভিড়ের চাপ সামলাতে না পেরে ওই প্রৌঢ়া পড়ে যেতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার তাঁর দেহ কলকাতায় ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের বৃদ্ধা পুণ্যলাভের উদ্দেশে পূর্ণকুম্ভে গিয়েছিলেন দুই মেয়ে, দুই জামাই, বউমা আর এক নাতনির সঙ্গে। তবে স্নানের আগেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোদাপিয়াশাল এলাকার বাসিন্দা উর্মিলা ভূঁইয়ার (৭৮)। বুধবার সকালে প্রয়াগরাজে তাঁর দেহ সনাক্ত করে পরিবার। বৃহস্পতিবার শালবনিতে আনা হবে বৃদ্ধার দেহ। ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।