কুম্ভমেলায় গিয়ে নিখোঁজ বাংলার দুই বৃদ্ধা, দিশেহারা পরিবার
বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, সিউড়ি ও কাটোয়া: পূর্ণকুম্ভে গিয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২ জনের। পদপিষ্ট হওয়ার ঘটনায় তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। এরইমধ্যে সামনে এল আরও দুই বৃদ্ধার নিখোঁজ থাকার খবর। ফলে রীতিমতো দিশেহারা ওই দুই পরিবার। জানা গিয়েছে, কুম্ভমেলায় যাওয়ার পর থেকে নিখোঁজ সিউড়ি ও কাটোয়ার দুই বৃদ্ধা।
সিউড়ির নিখোঁজ বৃদ্ধার বাড়ি দুবরাজপুর থানা এলাকায়। পরিবার সূত্রে খবর, তাঁর নাম পূরবী গোপ। গত রবিবার স্থানীয় কয়েকজনের সঙ্গে কুম্ভ মেলার উদ্দেশে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু সোমবার থেকেই তাঁর কোনও খোঁজ নেই। ঘটনায় দিশেহারা পরিবারের সদস্যরা।
অন্যদিকে, কাটোয়ায় নিখোঁজ বৃদ্ধার নাম ভারতী বালা ঘোষ(৭২)। তিনি গত বুধবার স্নান করতে নেমেছিলেন। কিন্তু, তারপর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। তিনি কাটোয়া থেকে ১৫০ জনের একটি দলের সঙ্গে গিয়েছিলেন। সেই দলের দাবি, কুম্ভে স্নান সেরে তিনি উপরে উঠেওছিলেন। কিন্তু তারপর থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনায় কাটোয়া থানার দ্বারস্থ হয়েছে বৃদ্ধার পরিবার।