• সুন্দরবনের উন্নয়ন নিয়ে আলোচনা সভা
    দৈনিক স্টেটসম্যান | ৩০ জানুয়ারি ২০২৫
  • সুন্দরবনের নিম্ন ব–দ্বীপ অঞ্চল মাস্টার প্ল্যান নিয়ে গোসাবা দ্বীপে আয়োজিত হল একটা আলোচনা সভা। এই সভায় উপস্থিত ছিলেন সেচ মন্ত্রী ডা. মানস ভূঁইয়া। পাশাপাশি উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধি, নেদারল্যান্ডের বিশেষজ্ঞ প্রতিনিধি দল এবং রাজ্য সরকারের ৯টি দপ্তরের আধিকারিকরা।

    এই মাস্টার প্ল্যানের জন্য ৪১ হাজার কোটি টাকা খরচ হবে। এর মধ্যে ৩০ শতাংশ দেবে রাজ্য সরকার। এই প্ল্যান বাস্তবায়িত হলে ৩৯টি সংকটজনক দ্বীপের বাসিন্দারা উপকৃত হবেন। এই প্ল্যানটি বর্তমানে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরকমই একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে বুধবার একটি আলোচনা সভার আয়োজন করা হল। এই আলোচনা সভা থেকে নেদারল্যান্ডের বিশেষজ্ঞ দলের প্রশংসা করেছেন মন্ত্রী।

    মন্ত্রী মানস ভূঁইয়ার দাবি, সুন্দরবনের ব–দ্বীপ অঞ্চল বিশ্বের মধ্যে সবথেকে বড়। এই পরিকল্পনা সুন্দরবনের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে খুব বড় ভূমিকা পালন করবে। পরিবেশের সমস্ত প্রতিকূলতাকে জয় করে এই পরিকল্পনা বাস্তবায়িত করাই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এই পরিকল্পনার জন্য রাজ্যের ইঞ্জিনিয়র ও গবেষকদের ও সুন্দরবনের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী। সুন্দরবনের নিম্ন ব–দ্বীপ অঞ্চল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে আর্থিক সাহায্য করবে বিশ্ব ব্যাঙ্ক। তবে এর জন্য প্রয়োজন কেন্দ্রের অনুমোদন। এদিনে আলোচনা সভা থেকে এই প্ল্যান বাস্তবায়িত করতে কেন্দ্রের অনুমোদন দাবি করেছেন মন্ত্রী মানস ভূঁইয়া।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)