• পুণ্যস্নান আর হল না! মহাকুম্ভ থেকে ফিরছে শালবনির বৃদ্ধার নিথর দেহ...
    ২৪ ঘন্টা | ৩০ জানুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  মহাকুম্ভে বিপর্যয়ে বাংলা-যোগ। পদপিষ্ট হয়ে মৃত্যু পশ্চিম মেদিনীপুরের শালবনির বৃদ্ধার! প্রয়াগরাজের মতিলাল নেহেরু মেডিক্যাল কলেজের দেহ শনাক্ত করেছে পরিবারের লোকেরা। দেহ আনা হচ্ছে খড়গপুরে। 

    জানা গিয়েছে, মৃতের নাম উর্মিলা ভুঁইয়া। শালবনির গোদাপিয়াসাল কাছারি রোডের বাসিন্দা  ছিলেন তিনি। মেয়ে, জামাই-সহ পরিবারের লোকের সঙ্গে  প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই বৃদ্ধা। কবে? গত সোমবার। কিন্তু কুম্ভমেলায় পৌছেও পুণ্যস্নান আর করা হল না! পরিবারের দাবি, মঙ্গলবার গভীর রাতে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন উর্মিলা। দেহ এখন খড়গপুরের পথে।  খড়গপুর থেকে দেহ নিয়ে যাওয়া হবে শালবনিতে।

    মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃ্ত্যু হয়েছে কলকাতার বাসিন্দা বছর পঞ্চাশের বাসন্তী পোদ্দারেরও। রিজেন্ট পার্ক এলাকায় থাকতেন তিনি। বুধবার পদপিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়ে বলে জানা গিয়েছে। স্থানীয় কাউন্সিলরের বক্তব্য, পরিবার অভিযোগ করছে কোনও পোস্টমর্টেম না করে বডি হ্যান্ডওভার করা হয়েছে।  পরিবারের বাসিন্দারা দেহ আনতে রওনা দিয়েছেন।  তাঁরা ফিরলে লোকাল থানায় যাবতীয় প্রসিডিওর করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলর।

    ঘটনাটি ঠিক কী? ঘড়িতে তখন দুটো। মঙ্গলবার গভীর রাতে  মহাকুম্ভে স্নান করতে গিয়ে পদপিষ্ট হন বহু মানুষ। সেই ঘটনায় মৃতের সংখ্যা ৩০। আহত ৯০ জন। পরিস্থিতি মোকাবিলায় শাহি স্নান বন্ধ করা হয়। পুণ্যস্নান বাতিল করেছে ১৩টি আখড়া। কীভাবে দুর্ঘটনা?  টানা ১২ কিলোমিটার এলাকাজুড়ে ঘাট তৈরি করা হয়েছে স্নানের জন্য। মৌনী অমাবস্যা উপলক্ষ্যে মঙ্গলবার মেলায় গিয়েছিলেন প্রায় এক কোটি মানুষ। রাত দুটো নাগাদ ঘাটের ব্যারিকেড ভেঙে যায়। তার পরেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। আর তাতেই ঘটে বিপর্যয়।

  • Link to this news (২৪ ঘন্টা)