আবার গণধোলাই! এবার চোর সন্দেহে যুবককে পিটিয়ে ‘খুন’ মহেশতলায়
প্রতিদিন | ৩০ জানুয়ারি ২০২৫
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ফের বাংলায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি লাঠি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। যুবকের দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মুখে কুলুপ এঁটেছেন স্থানীয়রা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মহেশতলা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতলাযর একটি নির্মীয়মান আবাসনে রক্তাক্ত অবস্থায় মেলে এক যুবকের দেহ। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। এরপরই স্থানীয়দের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। এলাকাবাসীরা জানিয়েছেন, বুধবার গভীর রাতে ওই বাড়ি থেকে আর্তনাদ শুনেছিলেন তাঁরা। ভোরবেলা আবাসন থেকে মিস্ত্রি থেকে বেরতে দেখা যায়। পরে বেলার দিকে প্রোমোটাররা গিয়ে দেখেন যুবকের রক্তাক্ত দেহ। কিন্তু কেন এই খুন? কে এই যুবক?
পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম দেব দাস। বাইশ বছরের ওই যুবককে স্থানীয়রা আটা নামেই চেনেন। শিয়ালদহ বজবজ শাখার নুঙ্গি স্টেশন সংলগ্ন এলাকায় তার বাড়ি। ওই যুবকের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন চুরির মামলা রয়েছে। অনুমান, চোর সন্দেহেই যুবককে বেধড়ক মারধর করা হয়। তার জেরেই মৃত্যু। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি লাঠি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।